মৌসুমের শুরু থেকে অদম্য গতিতে এগিয়ে চলা বার্সেলোনা আরেকটি ধাক্কা খেলো। লা-লিগায় রিয়াল মাদ্রিদের কাছে হারের পর শনিবার রিয়াল সোসিয়েদাদের মাঠে একমাত্র গোলে হেরে গেছে বর্তমান চ্যম্পিয়নরা।
লীগে বার্সেলোনার টানা দুই হারের সুযোগে ব্যবধান কমিয়ে শিরোপা লড়াই জমিয়ে ফেলেছে রিয়াল মাদ্রিদ ও আতলেতিকো মাদ্রিদ। লুইস এনরিকের দলের চেয়ে আতলেতিকো ৩ ও রিয়াল ৪ পয়েন্ট পিছিয়ে; হাতে আছে আরও ছয়টি ম্যাচ।
সোসিয়েদাদ ২০১১ সালে আবার স্পেনের শীর্ষ লীগে ফেরার পর তাদের মাঠে কোন ম্যাচ জিততে পারলো না বার্সেলোনা। সান সেবাস্তিয়ানে সবশেষ ছয় ম্যাচের পাঁচটিতেই হারল মেসিরা। শনিবার আগের ম্যাচে অঁতোয়ান গ্রিজমান, ফের্নান্দো তরেস ও কোকের গোলে এসপানিওলকে ৩-১ ব্যবধান হারিয়েছে আতলেতিকো। ৩২ ম্যাচে ৭৩ পয়েন্ট নিয়ে বার্সেলোনার পেছনেই আছে দিয়েগো সিমিওনের দল।