একাত্তরে মানবাবিরোধী অপরাধে মৃত্যুদণ্ডপ্রাপ্ত জামায়াত নেতা মাওলানা মতিউর রহমান নিজামীর রিভিউ আবেদনের শুনানি আগামী ৩রা মে নির্ধারণ করেছে সুপ্রিম কোর্টের আপিল বিভাগ।
আজ সকালে আসামিপক্ষের আইনজীবীর সময়ের আবেদন মঞ্জুর করে প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার নেতৃত্বাধীন আপিল বিভাগের চার সদস্যের বেঞ্চ এই তারিখ ধার্য করেন।
মৃত্যুদণ্ড বহাল রেখে আপিল বিভাগের দেয়া রায় পুনর্বিবেচনার জন্য ২৯শে মার্চ আবেদন করেন মাওলানা নিজামী। তার রিভিউ দ্রুত শুনানির জন্য রাষ্ট্রপক্ষ আবেদন করলে ৩০শে মার্চ চেম্বার বিচারপতি মির্জা হোসেইন হায়দার বিষয়টি ৩রা এপ্রিল আপিল বিভাগের নিয়মিত বেঞ্চে শুনানির জন্য পাঠিয়ে দেন।