পুলিশি বাধায় শিশুতোষ চলচ্চিত্র ‘আমার বাংলাদেশ’-এর মহরত অনুষ্ঠানে যোগ দিতে পারেননি বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শনিবার সকালে গাজীপুরের হোতাপাড়ায় বয়স্ক পুনর্বাসন কেন্দ্রে আয়োজিত জিয়া শিশু একাডেমী নির্মিতব্য ‘আমার বাংলাদেশ’ ছবির মহরত অনুষ্ঠিত হয়। ওই অনুষ্ঠানের প্রধান অতিথি করা হয়েছিল বিএনপির মহাসচিবকে। এছাড়া বিশেষ অতিথি করা হয়েছিল ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি প্রফেসর এমাজউদ্দিন আহমেদ, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা মোসাদ্দেক আলী ফালুকে। কিন্তু সকালে মির্জা আলমগীরকে ওই অনুষ্ঠানে যোগ দেয়ার অনুমতি নেই বলে জানায় পুলিশ। প্রশাসনের বাধা পেয়ে ওই অনুষ্ঠানে যাননি তিনি। পরে মির্জা আলমগীরকে ছাড়াই ছবিটির মহরত অনুষ্ঠিত হয়। এ বিষয়ে অনুষ্ঠানের আয়োজক জিয়া শিশু একাডেমির মহাপরিচালক এম হুমায়ুন কবির বলেন, এটি সম্পূর্ণ অরাজনৈতিক অনুষ্ঠান ছিল। বাংলাদেশের সংস্কৃতি ও কালচার নিয়ে নির্মিতব্য ছবিটির মহরত অনুষ্ঠানের জন্য পুলিশের অনুমতিও নিয়েছিলাম। কিন্তু সকালে বিএনপির মহাসচিবের অনুষ্ঠানে যোগ দেয়ার অনুমতি নেই বলে জানায় স্থানীয় প্রশাসন। এটি খুবই দুঃখজনক ঘটনা। পরে প্রখ্যাত চলচিত্র পরিচালক সোহানুর রহমান সোহান ছবিটির শুভমহরত ঘোষণা করেন। এসময় চলচ্চিত্র অভিনেতা ওমর সানি, জিয়া শিশু একাডেমির পৃষ্ঠপোষক আলবার্ট পি কস্টা, বিশিষ্ট সাংস্কৃতিক সংগঠন মোখলেছুর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন। পরে রাজধানীর বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ক্ষুদে শিল্পীদের মনোজ্ঞ সাংস্কৃতিক পরিবেশনা অনুষ্ঠিত হয়।

