স্টাফ করেসপন্ডেন্ট
গ্রাম বাংলা নিউজ২৪.কম
ঢাকা: বাংলাদেশ স্কাউটস এর প্রধান জাতীয় কমিশনার হিসাবে দায়িত্ব গ্রহন করলেন বাংলাদেশ সরকারের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ড. মোজাম্মেল হক খান।
২০আগষ্ট এ উপলক্ষে ঢাকার কাকরাইলে বাংলাদেশ স্কাউটসের জাতীয় সদর দপ্তরে অনুষ্ঠানের অয়োজন করা হয়। অনুষ্ঠানে সাবেক প্রধান জাতীয় কমিশনার ও প্রধানমন্ত্রীর কার্যালয়ের সিনিয়র সচিব আবুল কালাম আজাদ “প্রধান জাতীয় কমিশনারের ব্যাটেন” হস্তান্তরের মাধ্যমে দায়িত্বভার হস্তান্তর করেন। এসময় নবনিযুক্ত ১৫ জন জাতীয় কমিশনারও দায়িত্ব গ্রহন করেন এবং তাঁরা স্কাউট প্রতিজ্ঞা পুনঃপাঠ করেন।
অনুষ্ঠানে বাংলাদেশ স্কাউটসের উপদেষ্টা, জাতীয় কমিশনার, এশিয়া প্যাসিফিক অঞ্চলের প্রতিনিধি ও জাতীয় নেতৃবৃন্দ ও তাদের পরিবারের সদস্যরাও উপস্থিত ছিলেন। সংগঠনের উপ-পরিচালক (জনসংযোগ ও মার্কেটিং) ফারুক আহাম্মদ স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এতথ্য জানা যায়।