বিএনপির প্রার্থী নেই ৮১ ইউপিতে বিনা প্রতিদ্বন্দ্বীতায় আওয়ামী লীগের আরও ২৫ প্রার্থী

Slider রাজনীতি

 

9022_up
ইউনিয়ন পরিষদ নির্বাচনের তৃতীয় ধাপে বিনা প্রতিদ্বন্দ্বীতায় আওয়ামী লীগের ২৫ প্রার্থী নির্বাচিত হয়েছেন। এছাড়া এ ধাপের ৮১টি ইউপিতে বিএনপি কোন প্রার্থী দিতে পারেনি। নির্বাচন কমিশন থেকে প্রাপ্ত হিসেব থেকে এসব তথ্য পাওয়া যায়। এর আগে প্রথম ধাপে আওয়ামী লীগের ৬২ জন ও ২য় ধাপে ৩১ জন প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বীতায় চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। এ নিয়ে বিএনপির প্রার্থী নিয়ে মোট ২৭৯টি ইউডিতে। ইসির নির্বাচন পরিচালনা শাখার উপ সচিব শামসুল আলম জানান, তৃতীয় ধাপের ৬২০ ইউপিতে চেয়ারম্যান পদে মোট প্রতিদ্বন্দ্বি প্রার্থী রয়েছে ২ হাজার ৬৭১ জন। এরমধ্যে ১৪টি রাজনৈতিক দলের এক হাজার ৪৮৭ জন ও স্বতন্ত্র প্রার্থী রয়েছে এক হাজার ১৮৫ জন। বিএনপি’র প্রার্থী রয়েছে ৫৩৯ ইউপিতে।
গত ১৫ই মার্চ নির্বাচন কমিশন তৃতীয় ধাপে ৬৮৫টি ইউপির তফসিল ঘোষণা করে। এর মধ্যে বিভিন্ন কারণে ১১ ইউপির নির্বাচনী কার্যক্রম স্থগিত করা হয় প্রার্থীদের মনোনয়নপত্র জমা দোয়ার আগেই। আর ৫৩টির নির্বাচন স্থগিত করা হয় গত ২৭শে মার্চ মনোনয়নপত্র দাখিলের শেষ সময় পার হওয়ার পর। এর মধ্যে রয়েছে রাঙামাটি জেলার ৪৯টি ও বান্দরবানের ৪টি ইউপি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *