ম খা আলমগীরের ছেলের খালাসের রায় বাতিল, আত্মসমর্পণের নির্দেশ

Slider বাংলার আদালত

m, lk

 

সম্পদের তথ্য গোপনের অভিযোগে দুদকের মামলায় সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী ও আওয়ামী লীগ নেতা মহীউদ্দীন খান আলমগীরের ছেলে জয় আলমগীরকে হাইকোর্টের দেয়া খালাসের রায় বাতিল করেছে সুপ্রিম  কোর্টের আপিল বিভাগ। একইসঙ্গে তাকে আত্মসমর্পণের নির্দেশ  দেয়া হয়েছে। আজ সকালে প্রধান বিচারপতি এস কে সিনহা  নেতৃত্বাধীন চার সদস্যের আপিল  বেঞ্চ এই রায়  দেয়। দুদকে সম্পদের হিসাব না দেয়ায় বিচারিক আদালত জয় আলমগীর ও জালাল আলমগীরকে তিন বছর করে সাজা দিলেও তাদের বাবার করা রিট আবেদনে হাইকোর্ট ওই সাজা অবৈধ ঘোষণা করেছিল। হাইকোর্টের ওই রায়ের বিরুদ্ধে দুদকের আপিলে এই সিদ্ধান্ত এলো।  এর ফলে জয় আলমগীরকে নিম্ন আদালতে আত্মসমর্পণ করতে হবে বলে দুদকের কৌঁসুলি সৈয়দ মামুন মাহবুব জানিয়েছেন।
উল্লেখ্য,  সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকারের সময়ে ২০০৮ সালের ১১ই জুন দুদকের সহকারী পরিচালক তৌফিকুল ইসলাম জালাল  ও জয়ের বিরুদ্ধে এই মামলা  দায়ের করেন। দুদকের নোটিসে সম্পদের হিসাব না দেওয়ার অভিযোগ আনা হয় তাদের বিরুদ্ধে। সে সময় সংসদ ভবনে বসানো বিশেষ জজ আদালত ওই বছর ৫ নভেম্বর দুই ভাইকে পলাতক  দেখিয়ে তিন বছর করে  কারাদণ্ড এবং পাঁচ লাখ টাকা করে জরিমানা করে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *