গ্রাম বাংলা ডেস্ক: এখন থেকে ভারতের কোনো ক্রিকেটার নিজের প্রেমিকাকে ক্রিকেট সফরে নিয়ে যেতে পারবেন না। এমনকি সিরিজ চলাকালীন স্ত্রীরা কতদিন তাদের সঙ্গে থাকবেন, তা-ও ঠিক করে দেবে বিসিসিআই।
ইংল্যান্ড টেস্ট সিরিজে বিরাট কোহলির খারাপ ফর্ম আলোচনার বিষয় ছিল। তবে তার চেয়েও বেশি আলোচিত ছিল, গার্লফ্রেন্ড অনুষ্কা শর্মাকে ইংল্যান্ড নিয়ে যাওয়ার বিষয়টি। তবে এর অনুমতি দিয়েছিল বোর্ডই।
কিন্তু পরাজয়ের পর পরিস্থিতি পাল্টেছে। বিসিসিআই-র এক শীর্ষ কর্মকর্তা জানিয়েছেন, ‘ক্রিকেট সফরে কতদিন খেলোয়াড়দের স্ত্রীরা তাদের সাথে থাকবেন, সে ব্যাপারে এখন থেকে বোর্ডই সিদ্ধান্ত নেবে। ইংল্যান্ড সিরিজ আমাদের চোখ খুলে দিয়েছে’।
তিনি বলেন, ‘আমরা তথ্য পেয়েছি, খেলোয়াড়রা ক্রিকেটে মনোযোগ দেয়ার চেষ্টা করলেও, স্ত্রীদের উপস্থিতিতে মনযোগী হতে পারেননি তারা। কোনো কোনো খেলোয়াড় নেটসে বা জিমে যেতে চাইলেও যেতে পারেননি। কারণ সে সময় তাদের স্ত্রীরা ঘোরা-ফেরা করতে চেয়েছেন। তাই বিদেশ সফরে ক্রিকেটারদের স্ত্রীরা তাদের সাথে কতদিন থাকবেন, সে ব্যাপারে আমরা সিদ্ধান্ত নেব বলে চিন্তা-ভাবনা করছি’।
ইংল্যান্ড সিরিজের জন্য চেতেশ্বর পূজারা, মুরলী বিজয়, আর অশ্বিন, স্টুয়ার্ট বিন্নি এবং গৌতম গম্ভীর নিজের স্ত্রীদের নিয়ে যাওয়ার অনুমতি পেয়েছিলেন। এ ছাড়া, অনুষ্কা শর্মাকে নিয়ে যাওয়ার অনুমতি পেয়েছিলেন বিরাট কোহলি।