জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলায় আত্মপক্ষ সমর্থন করতে বৃহস্পতিবার আদালতে যাচ্ছেন না বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া।বুধবার রাতে খালেদা জিয়ার আইনজীবী সানাউল্লাহ মিয়া জানান, ম্যাডাম বৃহস্পতিবার আদালতে যাবেন না।
গত ৩১ মার্চ রাজধানীর বকশিবাজার আলীয়া মাদ্রাসা মাঠে স্থাপিত তিন নম্বর ঢাকার বিশেষ জজ আদালতে এই মামলার তদন্ত কর্মকর্তাসহ ৩২জনের সাক্ষ্যগ্রহণ শেষ হয়। ওইদিন শুনানি শেষে বিচারক আবু আহমেদ জমাদার মামলার ৩ আসামিকে ফৌজদারী কার্যবিধির ৩৪২ ধারায় আত্মপক্ষ সমর্থনের দিন ধার্য করে তাদের হাজির থাকতে নির্দেশ দেন। অপর দুই আসামি হলেন- জিয়াউল ইসলাম মুন্না ও মনিরুল ইসলাম খান।
২০১০ সালের ৮ আগস্ট তেজগাঁও থানায় জিয়া চ্যারিটেবল ট্রাস্ট মামলা দায়ের করে দুদক। জিয়া চ্যারিটেবল ট্রাস্টের নামে অবৈধভাবে ৩ কোটি ১৫ লাখ ৪৩ হাজার টাকা লেনদেনের অভিযোগ এনে এ মামলা দায়ের করা হয়েছিল।