গাজীপুরের তায়ারুন্নেছা মেমোরিয়াল মেডিকেল কলেজের হোস্টেল থেকে এক ছাত্রীর মরদেহ উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্তের জন্য মরদেহ নেয়া হয়েছে গাজীপুর শহীদ তাজ উদ্দীন মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে। জয়দেবপুর থানার ওসি খন্দকার রেজাউল করিম জানান, বুধবার বিকালে খবর পেয়ে মরদেহ উদ্ধার করে পুলিশ মর্গে পাঠায়। এর আগে হোস্টেলে থাকার রুম থেকে ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় উদ্ধার করে হাসপাতাল কতৃপক্ষ জরুরী বিভাগে পাঠায়। তবে ঘটনাটি আত্মহত্যা নাকি হত্যা তা ময়নাতদন্ত ছাড়া বলা যাচ্ছে না। নিহতের গলায় ফাঁসিতে ঝুলার দাগ রয়েছে। যে রুমে ওই ছাত্রী থাকতো ওই একই রুমে চারজন ছাত্রী থাকে। বাকী তিনজন ঘটনার সময় ক্লাস রুমে ছিল। স্থানীয় সূত্র জানায়, অমৃতার বাড়ি জেলার কালীগঞ্জ থানার কেটুন গ্রামে। তার পিতার নাম অমর কর। স্থানীয়দের দাবি, প্রেম বা তাকে যৌন হয়রানির কারনে ওই ছাত্রী আত্মহত্যা করতে পারে অথবা কেউ হত্যা করে লাশ ঝুলিয়ে রেখে আত্মহত্যা বলে চালানোর চেষ্টা করতে পারে।