চলন্ত বাসে গণধর্ষণ, ৫ শ্রমিক নেতা জেলহাজতে

Slider নারী ও শিশু

8770_ddd

 

টাঙ্গাইলের মধুপুরে চলন্ত বাসে পোশাককর্মী গণধর্ষণের ঘটনায় পাঁচ শ্রমিক নেতাকে জেলহাজতে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত।
আজ বুধবার সকালে তারা আদালতে আত্মসমর্পণ করে জামিনের জন্য আবেদন করলে টাঙ্গাইলের অতিরিক্ত মুখ্য বিচারিক হাকিম মো. হামিদুল ইসলাম তাদের আবেদন নাকচ করে জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন। সকালে লাবলু নামের এক আসামি বাদে লতিফ মুন্সি, সেলিম, জালু, মিলিটারি সেলিম ও ইলিয়াস নামে পাঁচ আসামি আদালতে হাজির হন। পরে বিচারকের নির্দেশে তাদের সবাইকে জেলহাজতে পাঠানো হয়। গত ৩১শে মার্চ বৃহস্পতিবার গাজীপুর থেকে খালার বাড়ি টাঙ্গাইলের ধনবাড়ী বেড়াতে যান ওই পোশাককর্মী। পরদিন ১ এপ্রিল সকালে গাজীপুরের উদ্দেশে যাওয়ার জন্য ধনবাড়ী বাসস্ট্যান্ড থেকে টিকেট কেটে বিনিময় পরিবহনের ১৯৫৪ সিরিয়ালের একটি বাসে ওঠেন। এ সময় বাসটির চালক ও চার কর্মী ওই নারীকে একাই নিয়ে রওনা হন। পরে বাসের সব জানালা-গেট বন্ধ করে দিয়ে তার হাত-পা ও মুখ বেঁধে একে একে বাসের চালক ও অন্য তিনজন তাকে ধর্ষণ করে বাস থেকে নামিয়ে দিয়ে চলে যান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *