আ.লীগের দু’পক্ষের সংঘর্ষ, গুলিবিদ্ধসহ আহত ১২

Slider রাজনীতি

 

d

 

ঝিনাইদহ: ইউনিয়ন পরিষদ নির্বাচনে মনোনয়ন ও আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ঝিনাইদহে আওয়ামী লীগের দু’গ্রুপের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ সময় পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ১২ রাউন্ড গুলি বর্ষণ করে। এতে ১ জন গুলিবিদ্ধসহ ১২ জন আহত হয়েছেন।

সোমবার সকাল ১০টার দিকে সদর উপজেলার দোগাছি ইউনিয়নের তালতলা হরিপুর গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে।

আহতরা হলেন- ওই গ্রামের ফিরোজ শাহী, মাহবুবুর রহমান, আমিরুল ইসলাম, নজরুল ইসলাম, হারুন অর রশীদ, রূপালী খাতুন ও গুলিবিদ্ধ মফিজুল ইসলামসহ ১২ জন।

ঝিনাইদহ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাসান হাফিজুর রহমান জানান, সদর উপজেলার দোগাছি ইউনিয়ন পরিষদ নির্বাচনে মনোনয়ন ও আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সকালে ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ইসাহাক আলী জোয়ার্দ্দার ও সহ-সভাপতি বর্তমান চেয়ারম্যান ফয়েজ উল্যাহ ফয়েজের সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ১২ রাউন্ড গুলিবর্ষণ করে। তবে সংঘর্ষে আহত হয় ১১ জন ও পুলিশের গুলিতে ১ জন গুলিবিদ্ধ হয়।

আহতদের উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতাল ও বিভিন্ন ক্লিনিকে ভর্তি করা হয়েছে। বর্তমানে এলাকায় উত্তেজনা বিরাজ করছে। এলাকার পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশ মোতায়েন করা হয়েছে।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *