২০ দলীয় জোটের শরিক নেতাদের সঙ্গে বৈঠক করবেন বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া। সোমবার রাত সাড়ে আটটার দিকে রাজধানীর গুলশানে চেয়ারপারসনের কার্যালয়ে এই বৈঠক হবে। কল্যাণ পার্টির মহাসচিব এম আমিনুর রহমান মানবজমিনকে এ তথ্য নিশ্চিত করেছেন। ইউনিয়ন পরিষদ নির্বাচনে বিএনপি ও জোট থাকবে কি না, এ বিষয়ে সিদ্ধান্ত নিতেই এই বৈঠক ডাকা হয়েছে বলে জানা গেছে।