গ্রাম বাংলা ডেস্ক: দৈনিক কালের কণ্ঠ,ডেইলি সান ও প্রথম আলোর বিরুদ্ধে মামলা দায়ের করেছেন ঢাকা-১৫ আসনের সরকার দলীয় সংসদ সদস্য কামাল আহমেদ মজুমদার। মানহানিকর সংবাদ প্রকাশের অভিযোগ এনে আজ বৃহস্পতিবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে এ মামলা দায়ের করেন তিনি। একইসঙ্গে এক’শ কোটি টাকা করে মোট তিন’শ কোটি টাকার মানহানিজনিত ক্ষতিপূরণ চেয়ে দেওয়ানি আদালতে আরো তিনটি মামলা দায়ের করেছেন এই আওয়ামী লীগ নেতা।
এসব মামলায় দৈনিক প্রথম আলোর সম্পাদক মতিউর রহমান, কালের কণ্ঠের সম্পাদক ইমদাদুল হক মিলন, ডেইলি সানের সম্পাদক আমির হোসেন এবং সংশ্লিষ্ট প্রতিবেদকদের বিবাদী করা হয়েছে।
কালের কণ্ঠ ও ডেইলি সানের বিরুদ্ধে দায়ের করা মামলা দু’টিতে বাদীর জবানবন্দি গ্রহণ করেছেন মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোল্লা সাইফুল আলম।
এবং প্রথম আলোর বিরুদ্ধে দায়ের করা মামলায় বাদীর জবানবন্দি গ্রহণ করেছেন মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট এস এম আশিকুর রহমান। এসময় আদালত প্রথম আলোতে প্রকাশিত এই খবরের সত্যতা তদন্ত করে ২০ নভেম্বর প্রতিবেদন জমা দিতে পুলিশকে নির্দেশ দেন।