এবারের পহেলা বৈশাখের অনুষ্ঠান বিকাল ৫টার মধ্যে শেষ করার জন্য সময়সীমা বেঁধে দিয়েছে সরকার। একইসঙ্গে সন্ধ্যা ৬টার পর সব ধরনের জনসমাবেশে নিষেধাজ্ঞা দেয়া হয়েছে। আজ সচিবালেয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর শীর্ষ কর্মকর্তাদের নিয়ে বৈঠকের পর সাংবাদিকদের এসব কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। তিনি বলেন, সবাই নির্বিঘেœ যেন বৈশাখী উৎসব করতে পারে সেই ব্যবস্থা নেয়া হবে। এজন্য যা যা করার সবই করা হবে।
সারা দেশে বর্ষবরণের উৎসব নির্বিঘেœ উদযাপনে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা জেলা প্রশাসকদের সব ধরনের সহযোগিতা দেবে বলেও জানান কামাল। পুলিশ মহাপরিদর্শক, র্যাবের মহাপরিচালক ছাড়াও অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতিনিধি এবং ঢাকা সিটি করপোরেশন ও সেবামূলক বিভিন্ন সংস্থার প্রতিনিধিরা বৈঠকে উপস্থিত ছিলেন।