দ্বিতীয় শিরোপার লড়াইয়ে ওয়েস্ট ইন্ডিজ-ইংল্যান্ড

Slider খেলা

 

 

8232_s1

ক্যারিবীয়রা মাঠে ও মাঠের বাইরে কতটা আমুদে তা জানে গোটা ক্রিকেট বিশ্ব। অন্যদিকে যে কোনো জয়ে ইংলিশ অভিজাত্যের নমুনাও সকলের জানা। আজ ফাইনালে দুই দলই নিজ নিজ দেশকে জয়ের উৎসব উপহার দিতে চায়।

মরগান যখন ২০১০ সালে দলের সদস্য তখন টি-টোয়েন্টি বিশ্বকাপ জেতে ইংল্যান্ড। অন্যদিকে ওয়েস্ট ইন্ডিজের প্রথম টি-টোয়েন্টি বিশ্বকাপ এসেছিল ২০১২ সালে ড্যারেন সামির হাত ধরেই। গতকাল দুই অধিনায়কই দ্বিতীয়বার বিশ্বকাপ ঘরে তোলার স্বপ্ন নিয়ে ট্রফি হাতে ফটো সেশন করেন। এরপরই মরগান আসেন বিশ্বকাপে নিজেদের স্বপ্ন জয়ের লক্ষ্য তুলে ধরতে। তিনি বলেন, ‘দলের ক্রিকেটাররা ফিট আছে। উইকেটও অনেক ভালো দেখলাম। যেহেতু ফাইনাল ম্যাচ। চাপ খানিকটা থাকবেই। তবে আমরা অন্য ম্যাচগুলোর মতোই ফাইনাল ম্যাচটিও খেলার চেষ্টা করবো। আশা অনেক।

এখন তা পূরণ করতে হবে। গত ১২ মাস ধরে আমরা অনেক পরিশ্রম করেছি। সেই পরিশ্রমের ফল মিলছে। উপমহাদেশের উইকেটে খেলছি। তাতে ফাইনালেও উঠেছি। দলের ক্রিকেটারদের নৈপুণ্যেই তা সম্ভব হয়েছে।’ অন্যদিকে স্যামি একটু দেরি করেই আসেন সংবাদ সম্মেলনে। তার গলা গুরুগম্ভীর হলেও ফাইনাল নিয়ে ছিল ন উৎকণ্ঠা। তিনি বলেন, ‘ উৎসব হয়েছে। নাচ-গান হয়েছে।

ফাইনালে জিতেও সেইরকম উৎসবই করতে চাই টি-২০তে সবকিছুই সম্ভব। আবার কিছুই হয় না। দিনটিতে যারা ভালো খেলে, তারাই জিতে। তবে আমরা যে সেমিফাইনাল জিতে আনন্দ করেছি, তা শিরোপা জিতেও করতে চাই দেশের জন্য। এখন দেখা যাক, সেই কাজটি শেষ পর্যন্ত করতে পারি কিনা।’ এই বিশ্বকাপে শীর্ষ ১০ ব্যাটসম্যান ও বোলারের মধ্যে নেই ওয়েস্ট ইন্ডিজের কোনো ক্রিকেটার। তবুও ফাইনাল পর্যন্ত আসার পিছনে দলের রহস্য নিয়ে স্যামি বলেন, ‘আমাদের দলটা একটা ইউনিট হয়ে গেছে। ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেটে সাফল্যও মিলছে এখন। মেয়েরাও টি-২০ বিশ্বকাপের ফাইনালে খেলবে। আর এ বছরই অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে যুবারা চ্যাম্পিয়ন হয়েছে। আমরাও চ্যাম্পিয়ন হতে চাই।

চার্লস সেমিফাইনালে কী দারুণ ব্যাটিং করলো। সেই সঙ্গে সিমন্সও অসাধারণ ব্যাটিং করেছে। আবার শেষে গিয়ে রাসেলতো দুর্দান্ত ব্যাটিং উপহার দিয়েছে। এমন অবস্থায় আমরা সেরা দলকেই (ভারতকে) হারিয়েছি। বড় ম্যাচ জিতেছি। তাতে আত্মবিশ্বাস তৈরি হয়েছে। ফাইনালে জেতার আত্মবিশ্বাস আছে। এখন আমাদের দলে ম্যাচ উইনারের সংখ্যা বেশি। এজন্যই ফাইনালে জেতার আশা বেশি। বিশ্বাস আছে আমরা শিরোপা জিততে পারবো। এটি ফাইনাল ম্যাচ। কি হবে বোঝা মুশকিল। টি-২০তে কোন দল জিতবে কেউ বলতে পারে না। একটি খারাপ দিনইতো যথেষ্ট। তবে আমরা আবারও উৎসব করতে প্রস্তুত।
অন্যদিকে যে কোনো মুহূর্তে ভয়ঙ্করতম প্রতিপক্ষ হয়ে উঠতে পারে টি- টোয়েন্টি দানব ক্রিস গেইল। বিষয়টি বেশ ভালোভাবেই জানেন মরগান। শুধু গেইলই নয়, ক্যারিবীয়দের যে কেউ ম্যাচ জিতাতে সক্ষম। কিন্তু গেইল বা ওয়েস্ট ইন্ডিজ দলকে নিয়ে নয় নিজেদের নিয়ে ভাবছেন ইংলিশ অধিনায়ক মরগান। তিনি বলেন, ‘গেইল অসাধারণ ব্যাটিং করে। তা সবাই জানে। তবে গেইল ছাড়াও ওয়েস্ট ইন্ডিজ দলে অনেক ভালো ক্রিকেটার রয়েছেন। যারা ম্যাচ জেতাতে সক্ষম। ভারতের বিপক্ষে সেমিফাইনাল ম্যাচে তা বোঝাও গেছে।

আমরা আসলে ওয়েস্ট ইন্ডিজকে নিয়ে নয়, নিজেদের নিয়েই ভাবছি। কিভাবে শিরোপা জেতা যায়, সেই চিন্তাই করছি। এ মুহূর্ত মিলেছে। সেটি শিরোপা জিতেই উদযাপন করতে চাই।’ সেই সঙ্গে নিজ দলের শক্তি নিয়ে বলেন, ‘দলের ক্রিকেটাররা তরুণ। অভিজ্ঞও আছেন। তবে সবাই আসলে নিজেদের উপস্থাপন করতে চেয়েছে। যখন একজন ক্রিকেটার নিজেকে মেলে ধরতে চান, তখন সে সাফল্য পাবেই। উইকেট সেখানে কোনো বিষয়ই না। উপমহাদেশের উইকেটে আমরা ফাইনালে খেলছি। এটি অনেক বড় সাফল্য। এখন দেশের জন্য শিরোপা জিতে নিতে পারলেই হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *