রাজধানীর শেরেবাংলা নগর থেকে বিদেশি পিস্তল ও গুলিসহ মো. মাসুদ রানা (২৫) নামে এক যুবককে আটক করেছে র্যাব। বিকেল সাড়ে ৪টার দিকে আগারগাঁও নিউ কলোনী কবরস্থানের গেটের সামনে থেকে তাকে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে একটি বিদেশি পিস্তল ও একটি ম্যাগাজিনে তিন রাউন্ড গুলি উদ্ধার করা হয়। র্যাব-২ এর সহকারী পুলিশ সুপার ইয়াছির আরাফাতের নেতৃত্বে এই অভিযান চালানো হয়।
ইয়াছির আরাফাত , গোয়েন্দা তথ্যে জানা যায় সমাজসেবা অধিদফতরের উত্তর পাশে আগারগাঁও নিউ কলোনী কবর স্থানের গেইটের সামনে অস্ত্র ব্যবসায়ীরা দীর্ঘদিন ধরে বিভিন্ন সন্ত্রাসীদের কাছে অস্ত্র বেচা-কেনা করে আসছে। এ কারণে অস্ত্র ব্যবসায়ীদের ওপর নজরদারী বৃদ্ধি করা হয়। বিকেলে ওই এলাকায় কয়েকজন অস্ত্র ব্যবসায়ী অবস্থান করছে বলে নিশ্চিত তথ্য পাওয়া যায়। তাৎক্ষণিক অভিযান চালিয়ে মাসুদ রানাকে আটক করা হয়। এ সময় তার প্যান্টের পকেট থেকে যুক্তরাষ্ট্রের তৈরি একটি ৭ দশমিক ৫৬ বোরের পিস্তল ও ম্যাগাজিনে তিন রাউন্ড তাজা গুলি উদ্ধার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে মাসুদ জানায়, দীর্ঘদিন ধরে তিনি অস্ত্র ব্যবসা করে আসছেন। তিনি রাজধানীসহ বিভিন্ন থানার একাধিক মামলার আসামি। মাসুদ রানা সিরাজগঞ্জ জেলার শাহজাদপুর উপজেলার রুপপুর নতুন পাড়ার হাজী মো. আব্দুল হাই সরকারের ছেলে। এ ঘটনায় শেরেবাংলা নগর থানায় মামলা করা হয়েছে।