প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা বলেছেন, মামলা জট কমাতে উদ্যোগ নেয়া হচ্ছে। দেশে বিচারক আর বিচারকক্ষের স্বল্পতার কারণে ১৭৩ জন বিচারককে পালাক্রমে দায়িত্ব পালন করতে হয়। বর্তমানে জটে আটকে রয়েছে প্রায় ত্রিশ লাখ মামলা। শুক্রবার সকালে অধস্তন আদালতের বিচার বিভাগীয় কর্মকর্তাদের বিচারিক কাজের যথাযথ মূল্যায়ন এবং সাফল্য নির্ধারণের মানদন্ড নিরুপণ- শীষর্ক কর্মশালার উদ্বোধনকালে তিনি এসব কথা বলেন। সাভারে ব্র্যাক সেন্টার ফর ডেভেলপমেন্ট ম্যানেজমেন্ট সেন্টারে বাংলাদেশ সুপ্রীমকোর্ট ইউএসএইড জাস্টিস ফর অল (জেএফএ) কর্মসূচির সহযোগিতায় ঢাকায় বিভিন্ন স্তরের বিচার বিভাগীয় কর্মকর্তাদের অংশগ্রহণে দু’দিনব্যাপী এ কর্মশালার আয়োজন করা হয়। বাংলাদেশে নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত মার্সিয়া ষ্টিফেনস ব্লুম বার্নিকাট সেমিনারে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। উদ্বোধনী অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন বাংলাদেশ সুপ্রীমকোর্টের রেজিস্ট্রার জেনারেল সৈয়দ আমিনুল ইসলাম। উদ্বোধনী অনুষ্ঠান শেষে প্রধম পর্যায়ে ৪০জন বিচার বিভাগীয় কর্মকর্তা কর্মশালার বিভিন্ন সেশনে নির্ধারিত বিষয়ের উপর আলোচনায় অংশ নেন।