সেনা অভ্যুত্থানের নায়ক থাইল্যান্ডের প্রধানমন্ত্রী

Slider গ্রাম বাংলা জাতীয় টপ নিউজ সারাদেশ

64010_Prayuth-Chan-ocha

গ্রাম বাংলা ডেস্ক: থাইল্যান্ডের প্রধানমন্ত্রী হিসেবে জেনারেল প্রাউথ চন-ওচার নাম ঘোষণা করা হয়েছে। বৃহস্পতিবার সকালে ১৯৭ সদস্যের জাতীয় পরিষদ তার নাম ঘোষণা করে। এখন রাজা ভূমিবলের এতে সম্মতি দেবেন বলে আশা করা হচ্ছে। বিবিসি

জেনারেল প্রাউথ চন-ওচাকে নির্বাচনের ক্ষেত্রে মাত্র ১৫ মিনিট সময় নেয় জাতীয় পরিষদ।  নির্বাচনে তিনিই একমাত্র প্রার্থী ছিলেন।

জেনারেল প্রাউথ জুনতার নেতা।  ওই দলের বেশিরভাগ লোক সামরিক ও পুলিশ বাহিনীর সাবেক সদস্য।

গত মে মাসে থাইল্যান্ডে অভ্যুত্থানের সময় দেশটির সেনাপ্রধান ছিলেন প্রিয়ুথ। ইংলাক সিনওয়াত্রার সরকার ও বিরোধীদের মধ্যে রাজনৈতিক অচলাস্থার প্রেক্ষাপটে দেশটির ক্ষমতা নেয় সেনাবাহিনী।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *