টসে হেরে ব্যাটিংয়ে ভারত

খেলা

ঢাকা: ভারত-ওয়েস্ট ইন্ডিজ সেমিফাইনালকে ঘিরে ফুটছে মুম্বাই। মাঝে একটা ম্যাচই তো। যেখানে বাধা একদা দোর্দন্ড প্রতাপে ক্রিকেট বিশ্ব শাসন করা ওয়েস্ট ইন্ডিজ। ধার হারিয়ে এখন বিবর্ণ ক্যারিবীয় ক্রিকেট। তবে সেই ধার কিন্তু তাদের ঠিকই দেখা যায় টি২০ ক্রিকেটে। এখানে তারা যেন ক্ষণিকের জন্য হলেও মনে করিয়ে দেয় তাদের স্বর্ণযুগের কথা। এবার ফের তাদের প্রতাপের কথা স্মরণ করিয়ে দিতে ভারতের বিপক্ষে সেমিফাইনাল খেলতে মাঠে নামছেন গেইলরা। ম্যাচটিতে টসে জিতে প্রথমে ফিল্ডিং করতে নামছে ওয়েস্ট ইন্ডিজ। হেরে যাওয়া ধোনিরা ব্যাট হাতে ক্রিজে নামছেন।

ওয়েস্ট ইন্ডিজের এই দলের বেশিরভাগ ক্রিকেটারই টি২০ ক্রিকেটের ফেরিওয়ালা। তাই ভারত খেলবে আসল টি২০ দলের সঙ্গেই। আইপিএলের বদৌলতে ভারতীয়রাও হয়ে উঠেছে টি২০ এর ওস্তাদ। সুতরাং ভারত-ওয়েস্ট ইন্ডিজ ম্যাচে কাউকে ফেভারিট বলা বোকামি ছাড়া কিছু নয়। ওয়াংখেড়েতে ভারতের পক্ষে ৩৩ হাজার দর্শক সমস্বরে গলা ফাটাবে। ক্যারিবীয়রা সেই সমর্থন পাবে না। ঘরের মাঠে এটাই এগিয়ে রাখবে ধোনি বিগ্রেডকে। টি২০ বিশ্বকাপের দ্বিতীয় সেমিফাইনালে বৃহস্পতিবার মুখোমুখি হবে ভারত ও ওয়েস্ট ইন্ডিজ। বাংলাদেশ সময় রাত ৭.৩০ মিনিটে শুরু হবে ম্যাচটি।

ভারত একাদশ: রোহিত শর্মা, শিখর ধাওয়ান, বিরাট কোহলি, সুরেশ রায়না, মনীশ পান্ডে, এমএস ধোনি, হার্দিক পান্ডে, রবীন্দ্র জাদেজা, রবীচন্দ্রন অশ্বিন, জসপ্রিত বুমরাহ, আশিষ নেহরা।

ওয়েস্ট ইন্ডিজ একাদশ: ক্রিস গেইল, জনসন চার্লস, লেন্ডল সিমন্স, মারলন স্যামুয়েলস, দিনেশ রামদিন, ডুয়াইন ব্রাভো, আন্দ্রে রাসেল, ড্যারেন সামি, কার্লোস ব্রাফেট, সুলেমান বেন ও স্যামুয়েল বদ্রি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *