অপূর্ব লাল সরকার, আগৈলঝাড়া (বরিশাল) থেকে :
বরিশালের আগৈলঝাড়ায় প্রথম ধাপের ইউপি নির্বাচনের দু’টি কেন্দ্রের ব্যালট পেপার ছিনতাইয়ে ঘটনায় আলাদা ২টি মামলা দায়ের করা হয়েছে।
জানা গেছে, উপজেলার বাকাল ইউনিয়নের ১নং কেন্দ্র বিএইচপি একাডেমীতে ২২ মার্চ ভোট গ্রহণ চলাকালে মহিলা ও পুরুষ মেম্বর প্রার্থীর সমর্থকদের ধাওয়া-পাল্টা ধাওয়ার সময় ৮০টি ব্যালট পেপার ছিনতাই হয়ে যাওয়ায় ভোট গ্রহণ স্থগিত হয়ে দেন প্রিজাইডিং কর্মকর্তা উপজেলা মাধ্যমিক শিÿা কর্মকর্তা মো. নজরুল ইসলাম।
এঘটনায় বুধবার রাতে প্রিজাইডিং কর্মকর্তা বাদী হয়ে অজ্ঞাতনামা আসামী করে আগৈলঝাড়া থানায় একটি মামলা দায়ের করেন, যার নং- ৯ (৩০-৩-২০১৬)। অন্যদিকে বাগধা ইউনিয়নের ৬নং কেন্দ্র আমবৌলা কেরামতিয়া আলিম মাদ্রাসায় ২২ মার্চ ভোট গ্রহণ চলাকালে দু’গ্রæপের সংঘর্ষের সময় ৩০০টি ব্যালট পেপার ছিনতাই হয়ে যাওয়ায় ভোট গ্রহণ স্থগিত হয়ে দেন ওই কেন্দ্রের প্রিজাইডিং কর্মকর্তা শিÿক মো. জহিরুল ইসলাম। বুধবার রাতে উক্ত প্রিজাইডিং কর্মকর্তা বাদী হয়ে অজ্ঞাতনামা আসামী করে আগৈলঝাড়া থানায় আরেকটি মামলা দায়ের করেন। যার নং- ১০ (৩০-৩-২০১৬)।