শুনানিতে দুদকের পক্ষে ছিলেন খুরশীদ আলম খান আর ঢাকা মহানগর বিএনপির আহ্বায়ক মির্জা আব্বাসের পক্ষে ছিলেন জয়নুল আবেদিন তার সঙ্গে ছিলেন সগীর হোসেন লিওন।
আইনজীবী জয়নুল আবেদিন জানিয়েছেন, আপিল বিভাগের এই আদেশের ফলে মির্জ আব্বাসের মুক্তিতে আর আইনী বাধা নেই।
শাহবাগ থানার দুদকের করা মামলায় জামিন প্রশ্নে রুলের ওপর চূড়ান্ত শুনানি শেষে গত ৯ মার্চ বিচারপতি মো. রুহুল কুদ্দুস ও বিচারপতি মাহমুদুল হকের হাই কোর্ট বেঞ্চ বিচার শেষ না হওয়া পর্যন্ত মির্জা আব্বাসে জামিন মঞ্জুর করেন।
এরপর ওই আদেশের বিরুদ্ধে চেম্বার আদালতে গেলে চেম্বার বিচারপতি মির্জা হোসেইন হায়দার বিষয়টি নিয়মিত বেঞ্চে পাঠিয়ে দেন।
গত ১৪ মার্চ আপিল বিভাগ বিএনপির এই নেতার জামিন স্থগিত করে দুদককে নিয়মিত লিভ টু আপিল করতে বলেন। দুদকের পক্ষ থেকে গত ২৮ মার্চ আপিলের আবেদন করা হয়।