গাজীপুর অফিস: ইউপি নির্বাচনকে কেন্দ্র করে শ্রীপুর উপজেলার প্রহলাদপুর ইউনিয়নে আওয়ামীলীগ ও বিএনপি সমর্থিতদের মাঝে সংঘর্ষ হয়েছে। জানাজা নামাজ চলাকালে উভয় পক্ষের ফাঁকা গুলির কারণে আতঙ্কিত মুসুল্লীরা কোন মতে লাশ দাফন করে ঘটনাস্থল ত্যাগ করেছেন।
আজ বুধবার বাদ আসর ওই ঘটনা ঘটে।
স্থানীয় সূত্র জানায়, প্রহলাদপুর পূর্বপাড়া গ্রামের প্রবীন মুরুব্বী এলাহী মোকামী(৮৫) মারা যাওয়ার কারণে বাদ আসর প্রহলাদপুর পূর্বপাড়া জামে মসজিদ সংলগ্ন মাঠে তার জানাজা নামাজ অনুষ্ঠিত হয়। জানাজা নামাজ চলাকালে স্থাণীয় বিএনপির নেতা শিল্পপতি আতিকুল্লাহ বাবুল সমর্থিত কয়েকজন লোক জানাজা নামাজের খুব কাছে থেকে কয়েক রাউন্ড ফাঁকা গুলি করে। এতে জানাজা নামাজ তাড়াহুড়ো করে শেষ হয়ে যায়। এরপর আওয়ামীলীগ সমর্থকেরাও কয়েক রাউন্ড ফাঁকা গুলি করে। উভয় পক্ষের গুলাগুলির কারণে জনমনে আতঙ্কের সৃষ্টি হয়। ফলে জানাজা নামাজে অংশ গ্রহনকারী মুসুল্লীরা দ্রুত বাড়ি চলে গেলে মরহুমের আত্মীয় স্বজন লাশ দাফন করেন।
একটি দায়িত্বশীল সূত্র জানায়, বিএনপি সমর্থিত মেম্বার প্রার্থী আওয়ামীলীগ সমর্থিত দাবি করাকে কেন্দ্র করে দুই মেম্বার প্রার্থীর সমর্থকদের মাঝে গুলাগুলির ঘটনা হয়েছে।
প্রহলাদপুর ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান বিএনপি সমর্থিত ধানের শীষ প্রতীকের প্রার্থি আবু সাইদ আকন্দ জানান, মেম্বার- চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের মাঝে কয়েক দিন ধরে উত্তেজনা চলছিল। ওই উত্তেজনার জের ধরে পাল্টা পাল্টি গুলাগুলির ঘটনা ঘটেছে।
এ ব্যাপারে শ্রীপুর থানার অফিসার ইনচার্জ(ওসি) আসাদুজ্জামান জানান, আওয়ামীলীগের দুই মেম্বার প্রার্থির সমর্থকদের মাঝে ধাওয়া পাল্টা ধাওয়া হয়েছে। বড় ধরণের কোন ঘটনা ঘটেনি।