মেসি ম্যাজিকে আর্জেন্টিনার জয়

Slider খেলা

 

2016_03_30_10_01_09_ULOgLzBpTkpj6cXbQBIbzWDYhxIcN0_original

 

 

 

 

ঢাকা: আগের দুই ম্যাচে আর্জেন্টিনার সঙ্গে খেলে ডজন খানেক গোল হজম করেছিল বলিভিয়া। আর্জেন্টাইনদের ঘরের মাঠে ঠিক ওরকম না হলেও তার কাছাকাছি যাবে। অন্তত এক হালি তো হবে! কিন্তু না, সেই হালি পুরতে দিলেন না বলিভিয়ার ডিফেন্ডাররা। মেসি-হিগুয়েন-মারিয়াদের  তারা রাখলেন বোতলবন্দী করে।

এ ছাড়া আর্জেন্টিনার বিপক্ষে পাঁচজন ডিফেন্ডার খেলিয়ে সফল বলিভিয়ার কোচ জুলিও সিজার বালদিভিসো। তাই প্রতিপক্ষের মাঠেও হারের ব্যবধানটা খুব বেশি হয়নি তাদের। রাশিয়া বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচে বুধবার মেসি-হিগুয়েন-মারকাদো ম্যাজিকে শেষ পর্যন্ত ২-০ গোলের ব্যবধানে জয় নিয়ে ছাড়ে আর্জেন্টিনা।

আর্জেন্টিনার বিপক্ষে মাঠে নামার আগে বলিভিয়ার কোচ জুলিও সিজার বলেছিলেন, মেসিকে নিয়ে আলাদা কোনো ছক নেই তার। গোটা আর্জেন্টাইন শিবির নিয়েই ভাবনায় লিপ্ত। তবে ফরম্যাটটাকে ৫-৪-১এ সাজানোর কথা জানিয়েছিলেন। করেছেন ঠিক তা-ই। তবে সফরকারীদের রক্ষণভাগের সতর্ক প্রহরার মাঝেও হঠাৎ সুযোগ তৈরি করে নেন আগের ম্যাচে না খেলা গঞ্জালো হিগুয়েন।

২০ মিনিটের মাথায় বলিভিয়ার গোলরক্ষক কার্লোস লাম্পেকে বোকা বানিয়ে সফরকারীদের গোলবারে বল ঠেলে দেন হিগুয়েন। দুর্ভাগ্য নাপোলি স্ট্রাইকারের। বলিভিয়ার এক ডিফেন্ডার এসে বলটি রুখে দেন। হিগুয়েন গোলবঞ্চিত হলেও আর্জেন্টাইনদের আফসোস করতে হয়নি। পাশে দাঁড়িয়ে থাকা স্বাগতিক ডিফেন্ডার গ্যাব্রেইল মারকাদো মুহূর্তেই বলের নিয়ন্ত্রণ নেন। পায়ের আলতো ছোঁয়ায় বল জড়ান বলিভিয়ার জালে। আর্জেন্টিনা এগিয়ে যায় ১-০ ব্যবধানে।

ম্যাচের ৩০ মিনিটে আর্জেন্টাইন তারকা বেনেগা বল নিয়ে ঢুকে পড়েন বলিভিয়ার ডি-বক্সে। তাকে বাজেভাবে ট্যাকেল করেন সফরকারীদের ডিফেন্ডার রোনাল্ড ইগুইনো। রেফারি বাঁশি বাজিয়ে জানান দেন, বিষয়টি মাত্রাতিরিক্ত। পেনাল্টি থেকে গোল আদায় করে নেন আর্জেন্টিনার প্রাণভোমরা লিওনেল মেসি। বলিভিয়ার গোলরক্ষক কার্লোস লাম্পে বলে নজর রেখে ঝাঁপ দিয়েও তা রুখতে পারেননি।

এই জয়ে আর্জেন্টিনা উঠে আসল পয়েন্ট টেবিলের তৃতীয় স্থানে। তাদের সংগ্রহ ১১ পয়েন্ট। ৬ ম্যাচে তিনটিতে জয় পেয়েছে তারা। পরাজয় বরণ করেছে একটি ম্যাচে। দুটি ম্যাচে ড্র নিয়ে মাঠ ছেড়েছে। ব্রাজিল রয়েছে তালিকায় ষষ্ঠ স্থানে। ৬ ম্যাচে সেলেকাওদের অর্জন ৯ পয়েন্ট। সমসংখ্যক ম্যাচে ১৩ পয়েন্ট নিয়ে তালিকায় শীর্ষে রয়েছে উরুগুয়ে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *