ঢাকা: কানাডার কুইবেক রাজ্যের পূর্ব উপকূলীয় এক দ্বীপে একটি ব্যক্তিগত বিমান বিধ্বস্ত হয়েছে। এ ঘটনায় কানাডার সাবেক পরিবহণমন্ত্রীসহ বিমানের সাত আরোহীর সবাই নিহত হয়েছেন।
বিবিসি বলছে, সাবেক পরিবহণমন্ত্রী ও টেলিভিশন ব্যক্তিত্ব জেন লাপিয়েরে পরিবারের সদস্যদের সঙ্গে কুইবেকের মাইসনস দ্বীপে সফর করছিলেন। মঙ্গলবার সকালেই তাদের বহনকারী দুই ইঞ্জিনের বিমানটি মন্ট্রিলের সেন্ট হুবার্ট বিমানবন্দর ছেড়ে গিয়েছিল। এটির ইলেস দা লা মাদেলেইনে বিমানবন্দরে অবতরণ করার কথা ছিল। কিন্তু এর আগেই ভারী তুষারপাত ও ঝড়ো হাওয়ার কারণে এটি বিধ্বস্ত হয়। ওই দুর্ঘটনায় জেন লাপিয়েরে, তার স্ত্রী, দুই ভাই ও এক বোনসহ বিমানের সাত আরোহীর সবাই প্রাণ হারিয়েছেন।
৫৯ বছরের জেন লাপিয়েরে একসময় কানাডার পরিবহণমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছেন। এছাড়া তিনি ১৯৭৯-১৯৯৩ এবং ২০০৪ ও ২০০৭ সালে পার্লামেন্ট সদস্য হিসেবেও কাজ করেছেন। বর্তমানে তিনি টিভি চ্যানেল সিটিভি’তে রাজনৈতিক পর্যবেক্ষক হিসেবে কাজ করছিলেন।