ঢাকা: টি২০ বিশ্বকাপে দারুণ পারফরম্যান্স করেছেন ভারতীয় ব্যাটসম্যান বিরাট কোহলি। সুপার টেন পর্বে চার ম্যাচ খেলে ১৮৪ রান করেছেন। অস্ট্রেলিয়ার বিপক্ষে শেষ ম্যাচে দুর্দান্ত এক ইনিংস খেলে দলকে সেমিফাইনালে নিয়ে গেছেন। তার ব্যাটিংয়ের প্রভাব র্যাঙ্কিংয়েও পড়েছে। আইসিসির টি২০ র্যাঙ্কিংয়ে শীর্ষস্থান দখল করেছেন তিনি।
এদিকে অস্ট্রেলিয়াকে হারিয়ে দলের র্যাঙ্কিংয়েও শীর্ষে উঠেছে ভারত। নিউজিল্যান্ডকে পিছনে ফেলে সবার উপরে এশিয়া কাপে চ্যাম্পিয়ন হওয়া দলটি। সুপার টেন পর্বে সব ম্যাচে জয়ী নিউজিল্যান্ড মাত্র ৫ পয়েন্ট পিছনে থেকে দ্বিতীয় স্থানে আছে।
বিশ্বকাপ শুরুর আগে টি২০র ব্যাটসম্যানদের র্যাঙ্কিংয়ে শীর্ষে ছিলেন অস্ট্রেলিয়ার অ্যারোন ফিঞ্চ। তার চেয়ে ২৪ পয়েন্ট পিছিয়ে থেকে বিশ্বকাপ শুরু করেন কোহলি। কিন্তু বিশ্বকাপে ৬৮ পয়েন্ট অর্জন করে ফিঞ্চকে পিছনে ফেলেছেন তিনি।
ভারতকে সেমিতে নিতে ব্যাট হাতে গুরুত্বপূর্ণ ইনিংস খেলেছেন কোহলি। অস্ট্রেলিয়ার বিপক্ষে ৫১ ম্যাচে ৮২ রান করেছেন তিনি। অঘোষিত কোয়ার্টার ফাইনালে ম্যাচসেরার পুরস্কারও জিতেছেন তিনি। এর আগে পাকিস্তানের বিপক্ষে ৩৭ বলে ৫৫ রানের ইনিংস খেলে সেরা ক্রিকেটার হয়েছিলেন তিনি।
বোলারদের র্যাঙ্কিংয়ে শীর্ষ স্থান দখল করেছেন ওয়েস্ট ইন্ডিজের স্যামুয়েল বদ্রি। শীর্ষ দশে বাংলাদেশের কোনো বোলার জায়গা করতে পারেননি। ব্যাটসম্যানদের মধ্যে বাংলাদেশের সাব্বির রহমান আছেন ১৬ নম্বরে।