ঢাকা: অসুস্থ তিন শিল্পীর হাতে অনুদানের চেক তুলে দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এরা হলেন অভিনেতা মঞ্জুর হোসেন, চিত্রনায়ক আব্দুস সাত্তার ও অভিনেত্রী মায়া ঘোষ।
সোমবার সন্ধ্যায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারি বাসভবন গণভবনে মায়া ঘোষকে পাঁচ লাখ টাকা ও একটি হুইল চেয়ার, মঞ্জুর হোসেনকে ২০ লাখ টাকার সঞ্চয়পত্র এবং মুক্তিযোদ্ধা আবদুস সাত্তারকে ১০ লাখ টাকার চেক প্রদান করেন। এসময় অসুস্থ তিন শিল্পীর শারীরিক অবস্থার খোঁজ খবরও নেন প্রধানমন্ত্রী।
উল্লেখ্য, গণমাধ্যমে প্রকাশিত তিন শিল্পীর অসুস্থ খবর প্রধানমন্ত্রী শেখা হাসিনার দৃষ্টিগোচর হলে তাদের অনুদান প্রদানের ঘোষণা দেন। এদিকে অসুস্থ শিল্পীদের অনুদান প্রদান করার সময় শিল্পী ঐক্য জোট- এর আহবায়ক নাট্য পরিচালক জি. এম সৈকত সকল শিল্পীদের পক্ষ থেকে প্রধানমন্ত্রীকে শুভেচ্ছা ও কৃতজ্ঞতা প্রকাশ করেন।