টাঙ্গাইল: ভূঞাপুর উপজেলা ইউনিয়নে আওয়ামী লীগের ৮ বিদ্রোহী প্রার্থীসহ ৯ জনকে বহিষ্কার করা হয়েছে। আগামী ৩১ মার্চ অনুষ্ঠিতব্য ইউনিয়ন পরিষদ নির্বাচনে বিদ্রোহী প্রার্থী হওয়ায় ও দলীয় প্রার্থীর বিরুদ্ধে প্রচার-প্রচারণায় অংশ নেয়ার অভিযোগে তাদের দল থেকে বহিষ্কার করা হয়।
মঙ্গলবার টাঙ্গাইল জেলা আওয়ামী লীগের সভাপতি ফজলুর রহমান ফারুক ও সাধারণ সম্পাদক জোয়াহেরুল ইসলাম জোয়াহের স্বাক্ষরিত এক চিঠির মাধ্যমে এ তথ্য জানা গেছে।
বহিষ্কৃতরা হলেন- উপজেলা আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি বিদ্রোহী প্রার্থী আব্দুল মোতালেব সরকার, তার ছোট ভাই নিকরাইল ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল হাই সরকার, গোবিন্দাসী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও বর্তমান চেয়ারম্যান বিদ্রোহী প্রার্থী আমিনুল ইসলাম আমিন, অলোয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও বর্তমান চেয়ারম্যান বিদ্রোহী প্রার্থী রহিজ উদ্দিন আকন্দ, ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক লিটন মিঞা, আওয়ামী লীগ নেতা মর্ত্তুজ আলী, অর্জুনা ইউনিয়ন আওয়ামী লীগের আহ্বায়ক বিদ্রোহী প্রার্থী ছাইফুজ্জামান খান তুহিন, ফলদা ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি বিদ্রোহী প্রার্থী আকবর হোসেন এবং আওয়ামী লীগ নেতা মফিদুল ইসলাম লিটন।
এ ব্যাপারে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জোয়াহেরুল ইসলাম জোয়াহের জানান, দলীয় সিদ্ধান্ত অমান্য করে যারা বিদ্রোহী প্রার্থী হয়েছেন এবং দলের মনোনীত প্রার্থীকে সহায়তা না করে দলের বিরুদ্ধে কাজ করছেন কেন্দ্রীয় নির্দেশনা অনুযায়ী তাদের দল থেকে বহিষ্কার করা হয়েছে।