একাত্তরে মানবতাবিরোধী অপরাধে মৃত্যুদণ্ডপ্রাপ্ত জামায়াতের আমির মতিউর রহমান নিজামী তার বিরুদ্ধে সর্বোচ্চ আদালতের দেওয়া রায় পুনর্বিবেচনার (রিভিউ) আবেদন করেছেন।
মঙ্গলবার সকালে আপিল বিভাগের সংশ্লিষ্ট শাখায় নিজামীর পক্ষে তার আইনজীবী এ আবেদন জমা দেন বলে নিশ্চিত করেছেন তার ছেলে ব্যারিস্টার নাজিব মোমেন।
তিনি জানান, ৭০ পৃষ্ঠার রিভিউ আবেদনে মোট ৪৬টি যুক্তি তুলে ধরা হয়েছ।
প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার নেতৃত্বে চার বিচারপতির বেঞ্চ গত ১৫ মার্চ জামায়াতে ইসলামীর আমির নিজামীর আপিলের চূড়ান্ত রায়ের পূর্ণাঙ্গ কপি প্রকাশ করেন।
২০১৪ সালের ২৯ অক্টোবর নিজামীকে মৃত্যুদণ্ড দিয়েছিলেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১। আপিলের পর গত ৬ জানুয়ারি ওই রায় বহাল রাখেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ।
একাত্তরে বুদ্ধিজীবী হত্যার পরিকল্পনা ও উস্কানিসহ মানবতাবিরোধী তিনটি অপরাধের দায়ে উচ্চ আদালতের রায়ে নিজামীকে দোষী সাব্যস্ত করে মৃত্যুদণ্ড দেয়া হয়।