ঢাকা: জয় দিয়ে বিশ্বকাপ মিশন শেষ করল দক্ষিণ আফ্রিকা। আর বর্তমান চ্যাম্পিয়ন শীলঙ্কা শেষ ম্যাচেও হারল। দুই দলের এই ম্যাচের মধ্য দিয়ে এবারের টি২০ বিশ্বকাপের সুপার টেন পর্ব শেষ হল।
এ ম্যাচের আগেই দক্ষিণ আফ্রিকা ও শ্রীলঙ্কা বিশ্বকাপ থেকে বিদায় নিয়েছিল। এটি ছিল তাদের সান্ত্বনার জয় খোঁজার পালা। সেই জয় পেতে প্রোটিয়াদেরকে ১২১ রানের টার্গেট দেয় লঙ্কানরা। কিন্তু ১৪ বল হাতে থাকতে ৮ উইকেটের দাপুটে জয় তুলে নিল প্রোটিয়ারা। সেই সঙ্গে সান্ত্বনা নিয়ে বাড়ি ফিরল তারা।
সোমবার দিল্লির ফিরোজ শাহ কোটলায় লক্ষ্য তাড়া করতে নেমে মাত্র ১৫ রানে প্রথম উইকেট হারায় দক্ষিণ আফ্রিকা। ডি কক ৯ রান করে রান আউটের ফাঁদে পড়েন। তবে আমলা টিকে থাকেন। ডু প্লেসিসের সঙ্গে ৬০ রানের জুটি গড়ে তোলেন। ডু প্লেসিস ৩১ রান করে বিদায় নিলেও আমলা দলের জয় নিশ্চিত করে মাঠ ছাড়েন।
আমলা ৫৬ রান করে অপরাজিত থাকেন। ৫২ বলে ৫টি চার ও একটি ছক্কায় এই স্কোর করেন তিনি। তার সঙ্গে ১২ বলে ২০ রান নিয়ে খেলা শেষ করেন ডি ভিলিয়ার্স।
এর আগে টসে জিতে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেয় দক্ষিণ আফ্রিকা। বল হাতে এদিন দারুণ পারফরম্যান্স করেছেন ডেইল স্টেইনরা। এতে ১৯.৩ ওভারে সব উইকেট হারিয়ে মাত্র ১২০ রানে থেমে যায় লঙ্কানদের ইনিংস।
উদ্বোধনী জুটিতে লঙ্কান ব্যাটসম্যান চান্দিমাল ও দিলশান চমৎকার সূচনা করেছিলেন। মাত্র ৪.৪ ওভারে ৪৫ রান সংগ্রহ করেছিলেন তারা। কিন্তু এই ওভারেই লঙ্কানদেরকে তছনছ করে দেন ফাঙ্গিসো। ওভারের শেষ দুটি বলে দু’জনকে বোল্ড করে দেন তিনি। ২০ বলে ২১ রান করে বিদায় নেন চান্দিমাল। ক্রিজে এসে রানের খাতা খোলার আগে সাজঘরে ফিরে যান থিরিমান্নে।
দিলশানের সঙ্গে যোহ দেন শ্রীবর্ধনে। কিন্তু ১৫ রান করে তিনি রান আউট হওয়ায় ভেঙে যায় তাদের ৩০ রানের জুটি। পরে কেউই আশা জাগানো জুটি গড়তে পারেননি। দিলশান আউট হন ৪০ বলে ৩৬ রান করে। এটিই সর্বোচ্চ ব্যক্তিগত স্কোর। আর ১৮ বলে ২০ রান করে অপরাজিত থাকেন।
দক্ষিণ আফ্রিকার বোলার অ্যাবোট, বেহারদাইন ও ফাঙ্গিসো দুটি করে উইকেট পান।