তোবার শ্রমিকদের মিছিলে বাধা, মোশরেফা আটক

Slider গ্রাম বাংলা জাতীয় টপ নিউজ

1604403_936668886358992_899997373606830886_n
গ্রাম বাংলা ডেস্ক: রাজধানীর গুলশান-বাড্ডা লিংক রোডে বুধবার বিকেলে তোবা গ্রুপের শ্রমিকদের মিছিল-সমাবেশ করতে দেয়নি পুলিশ। অনুমতি নেই জানিয়ে পুলিশের বাধায় পণ্ড হয়ে যায় শ্রমিকদের এ কর্মসূচি। ঘটনাস্থল থেকে তোবা গ্রুপ শ্রমিক সংগ্রাম কমিটির আহ্বায়ক মোশরেফা মিশুকে আটক করে পুলিশ।

তোবার পাঁচ কারখানা বন্ধ ঘোষণার প্রতিবাদে আজ বিকেলে রাজধানীর গুলশান-বাড্ডা লিংক রোডে মিছিল-সমাবেশের কর্মসূচি দিয়েছিলেন তোবা গ্রুপের শ্রমিকেরা।

এর আগে তিন মাসের মজুরি, ওভারটাইম ও ঈদ বোনাসের দাবিতে তোবা গ্রুপের শ্রমিকেরা ঈদের আগের দিন থেকে অনশন করেন। টানা ১১ দিন অনশন কর্মসূচি চলে। তৈরি পোশাক মালিকদের সংগঠন  বিজিএমইএর মধ্যস্থতায় ৬ ও ৭ আগস্ট দুই মাসের এবং ১০ আগস্ট এক মাসের মজুরি ও ওভারটাইম পান শ্রমিকেরা। পরে গতকাল মঙ্গলবার তোবার পাঁচটি কারখানা বন্ধ ঘোষণা করেন মালিক দেলোয়ার হোসেন।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, আজ দুপুরের পর থেকে গুলশান-বাড্ডা লিংক রোডে তোবার শ্রমিকেরা জড়ো হতে শুরু করেন। বেলা তিনটা ১০ মিনিটে মিছিল শুরু করার আগ মুহূর্তে বাড্ডা থানা পুলিশ মিছিলে বাধা দেয়। পুলিশ তাঁদের কাছ থেকে ব্যানার কেড়ে নেয়। একপর্যায়ে শ্রমিক ও পুলিশের মধ্যে বাগবিতণ্ডা হয়। পুলিশ বেলা সাড়ে তিনটার দিকে তোবা গ্রুপ শ্রমিক সংগ্রাম কমিটির আহ্বায়ক মোশরেফা মিশুকে ভ্যানে তুলে নিয়ে যায় এবং জড়ো হওয়া শ্রমিকদের সড়ক থেকে সরিয়ে দেয়।

বাড্ডা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম এ জলিল বলেন, ‘এটি খুবই ব্যস্ততম সড়ক। এখানে মিছিল-সমাবেশের পূর্ব অনুমতি না থাকায় তাঁদের বাধা দেওয়া হয়।’ মোশরেফা মিশুর বিষয়ে ওসি বলেন, ‘তিনি আমাদের হেফাজতে আছেন।’

এদিকে আটকের আগে মোশরেফা মিশু সাংবাদিকদের বলেন, ‘শ্রমিকদের ন্যায্য পাওনা আদায়ে শান্তিপূর্ণ কর্মসূচি পালন করছিলাম আমরা। কিন্তু পুলিশ স্বৈরাচারী কায়দায় আমাদের কর্মসূচি পালন করতে দেয়নি।’ তিনি আরও বলেন, শ্রমিকেরা যখন মজুরি পায় না, তখন পুলিশ এগিয়ে আসে না। কিন্তু দাবি আদায়ে যখন তাঁরা রাস্তায় নামেন, তখন পুলিশ তাঁদের ওপর চড়াও হয়

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *