অপূর্ব লাল সরকার, আগৈলঝাড়া (বরিশাল) থেকে :
বরিশালের আগৈলঝাড়ায় ইউপি নির্বাচনে মেম্বর পদে পরাজিত হয়ে ছাত্রলীগ নেতা ও তার সমর্তকদের হামলা-ভাংচুরের তান্ডবে অতিষ্ঠ হয়ে পরেছে এলাকাবাসী। প্রতিকার চেয়ে বিজয়ী প্রার্থী থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।
থানায় লিখিত অভিযোগ ও স্থানীয়সূত্রে জানা গেছে, প্রথম ধাপের ইউপি নির্বাচনে আগৈলঝাড়ার ৩নং বাগধা ইউনিয়নে ৮নং ওয়ার্ডের মেম্বর অশোক হালদার ও ছাত্রলীগ নেতা কমল কান্তি বিশ্বাসসহ প্রার্থীরা প্রতিদ্ব›িদ্বতা করেন। নির্বাচনে অশোক হালদার বিপুল ভোটে বিজয়ী হয়। নির্বাচনের পরদিন থেকেই পরাজিত ছাত্রলীগ নেতা মৃত কালাচাঁদ বিশ্বাসের ছেলে কমল কান্তি বিশ্বাসের নেতৃত্বে তার সমর্থক একই এলাকার সনজিৎ বিশ্বাস, সুব্রত হালদার, যতীন ঢালী ও তার সমর্থকেরা এলাকায় হামলা ও ভাংচুরের তান্ডব শুরু করে। হামলাকারীরা নির্বাচনী ফলাফল ঘোষণার পরেই নির্বাচন বর্জনের কথা জানিয়ে পুনরায় নির্বাচনের দাবিতে আস্কর বাজারে মিছিল করে বিজয়ী প্রার্থীর সমর্থক পরিমল বিশ্বাসকে মারধর করতে গিয়ে তাকে না পেয়ে আস্কর যুবসংঘে হামলা চালিয়ে জাতির জনক ও প্রধানমন্ত্রীর ছবিসহ আসবাবপত্র ভাংচুর করে। এরপর থেমে নেই কমর ও তার লোকজনের তান্ডব। রোববার ষাটোর্ধ কৃষক জগদীশ হালদার ওরফে বনাকে মারধর করে আহত করে।
বিজয়ী অশোকসহ তার সমর্থক ভোটারদের কমল ও তার সমর্থকরা গালমন্দসহ প্রাণনাশের অব্যাহত হুমকি দেয়ায় অশোক হালদার জীবনের নিরাপত্তা চেয়ে রোববার রাতে আগৈলঝাড়া থানায় একটি জিডি করেন। যার নং ১০০৬ (২৭-৩-২০১৬)। এব্যাপারে অভিযুক্ত কমল বিশ্বাসের কাছে জানতে তিনি ঘটনার সাথে তার কোন সম্পৃক্ততা নেই বলে সাংবাদিকদের জানান।