মন্ত্রিসভার বৈঠকে যোগ দিলেন মোজাম্মেল-কামরুল

Slider বাংলার আদালত

2016_03_20_20_09_03_3ILzT3Nc96Ad0JgcGardSX9uyyFkbw_original

 

 

 

 

ঢাকা : মন্ত্রিসভার নিয়মিত বৈঠকে যোগ দিয়েছেন আদালত অবমাননার অভিযোগে দোষী সাব্যস্ত  মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক এবং খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম।

সোমবার বেলা ১১টায় সচিবালয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে মন্ত্রিসভার এ বৈঠক শুরু হয়।

বৈঠকে প্রথমে আসেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক। এসময় তার দু’পাশে ছিলেন  সেতুমন্ত্রী ওবায়দুল কাদের ও আইনমন্ত্রী অ্যাডভোকেট আনিসুল হক। কিছুক্ষণ পরই বৈঠকে যোগ দেন খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম। এসময় তার দু’পাশে ভূমিমন্ত্রী শামসুর রহমান শরীফ এবং স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে বসে থাকতে ‍দেখা গেছে।

বৈঠকে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রীকে অনেকটা স্বাভাবিক দেখালেও খাদ্যমন্ত্রী ছিলেন বেশ গম্ভীর। টেলিভিশন ক্যামেরার ভিডিও ফুটেজে এ তথ্য উঠে আসে।

উল্লেখ্য, আদালত অবমাননায় খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম ও মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হককে ৫০ হাজার টাকা করে জরিমানা করা হয়। জরিমানার টাকা ইসলামিয়া চক্ষু হাসপাতাল ও কিডনি হাসপাতালে জমা দিতে বলেছেন আদালত। জমা না দিলে সাত দিন বিনাশ্রম কারাদণ্ডেরও আদেশ দেন আদালত। গতকাল রোববার (২৭ মার্চ) এ আদেশ দেন প্রধান বিচারপতি এসকে সিনহা।

এদিকে সোমবার হরতালকে ঘিরে সচিবালয়সহ সামনের সড়কের নিরাপত্তা বাড়ানো হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *