শ্রীপুরে সুবিধাবঞ্চিত শিশুদের কর্মশালায় প্রশিক্ষক ছিলেন সহকারী পুলিশ সুপার

Slider গ্রাম বাংলা জাতীয় টপ নিউজ

CIMG2356

শারমিন সরকার
শ্রীপুর ব্যুারো চীফ
গ্রাম বাংলা নিউজ২৪.কম
শ্রীপুর অফিস : শ্রীপুরে  সুবিধাবঞ্চিত শিশুদের আইন শিক্ষা বিষয়ক কর্মশালায় প্রশিক্ষক হিসেবে ক্লাশ নিয়েছেন গাজীপুর ট্রাফিক বিভাগের সহকারী পুলিশ সুপার সাখাওয়াত হোসেন।

তৃনমূল পর্যায়ে সুবিধাবঞ্চিত কোমলমতি শিশুকে অপরাধমুক্ত ও আইনীসেবা গ্রহনে সচেতন করে গড়ে তোলতে জেলার শ্রীপুরে একটি বেসরকারী প্রতিষ্ঠানের অর্ধশত সুবিধাবঞ্চিত  শিশুদের নিয়ে আইন শিক্ষা বিষয়ক ওই কর্মশালা  অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার দিনব্যাপী গাজীপুর জেলার  শ্রীপুর উপজেলার সিংগার দিঘী গ্রামে অবস্থিত  উৎস বাংলাদেশ  নামক বেসরকারী প্রতিষ্ঠানের আয়োজনে আবাসিক বিদ্যা নিকেতনের হল রুমে দিনব্যাপী আইন বিষয়ক ওই কর্মশালা অনুষ্ঠিত হয় ।

আয়োজকেরা জানান, উৎস বাংলাদেশ সমাজ সেবা অধিদপ্তর এবং এনজিও বুরে‌্যার নিবন্ধিত একটি প্রতিষ্ঠান । এতিম , দুস্থ  এবং সুবধা বঞ্চিত শিশুদের শিক্ষা, প্রশিক্ষন এবং পুনর্বাসনের জন্য কাজ করে । সাধারণ শিক্ষার পাশাপাশি জীবনকে দক্ষ করার জন্য কারিগরী প্রশিক্ষন প্রদান করে থাকে যাতে শিশুরা শিক্ষা শেষে যে কোন প্রতিকুল পরিবেশের সঙ্গে সংগ্রাম করে জীবনে প্রতিষ্ঠিত হতে পারে । এবারই প্রথম গাজীপুর ট্রাফিক বিভাগের সহায়তায় আইন বিষয়ক প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করা হয় ।

কর্মশালায় প্রথম পর্বে ছিল ট্রাফিক আইন, জ্রেবা ক্রসিং ও ফুট ওভারব্রিজ ব্যবহার, হেলমেট ব্যবহার সহ সব বিষয় । দ্বিতীয় পর্বে ভিডিও ডকুমেন্টারীতে নারী ও শিশু পাচার প্রতিরোধ , থানায় সাধারণ সেবা পাওয়ার নিয়ম কানুন, ইউটিজিং প্রতিরোধ বিষয়ক বিখ্যাত মীনা কার্টুন এর “ মিনা ও দুষ্টু ছেলে” পর্বটি দেখানো হয় । এখানে দুষ্টু দীপু নামের ছেলেটি যেভাবে রীতা নামের মেয়েকে ই্ভটিজিং করে এবং যেভাবে ছেলে মেয়ে সবাই মিলে পরে তাকে শায়েস্তা করে তা দেখানো হয় এবং তা থেকে প্রায় শিক্ষার্থীদের মনোবল বাড়ানো ও সচেতন হওয়ার আহবান জানানো হয় । প্রয়োজনে পুলিশের সাহায্যও নেয়ার কথা বলা হয় ।

অর্ধ শতাধিক শিক্ষার্থী, শিক্ষক, কর্মচারী সবাই পুরো কর্মশালাটিতে অংশগ্রহণ করেন । নানা রং এর ছবি, কার্টুন, ভিডিও ক্লিপ ব্যবহার করে প্রাণবন্ত পরিবেশে  মজার ছলে দৈনন্দিন জীবনের আইন গুলো শেখাচ্ছিলেন  গাজীপুর ট্রাফিক বিভাগের তরুণ এএসপি সাখাওয়াত হোসেন ।

উৎস বাংলাদেশের শিক্ষা উন্নয়ন প্রকল্পের প্রকল্প পরিচালক মোঃ আবু বকর সিদ্দিক  বলেন,  আজকের কর্মশালাটি ছিল বিভিন্ন আইন সম্পর্কে শিক্ষার্থীদের ধারণা দেয়ার জন্য । আমরা গাজীপুর ট্রাফিক বিভাগকে অনুরোধ করেছিলাম । এএসপি সাখাওয়াত হোসেন আমাদের অনুরোধে এই কর্মশালাটিতে সারাদিন পরিশ্রম করে ক্লাস নেন ।  আমরা তার প্রতি কৃতজ্ঞ ।

এ প্রসঙ্গে গাজীপুর ট্রাফিক বিভাগের  সহকারী পুলিশ সুপার(এএসপি) সাখাওয়াত হোসেন বলেন,  সুবিধাবঞ্চিত শিশুদের মধ্যে অপরাধী হওয়ার প্রবণতা সবচেয়ে বেশি । এইসব শিশুদের একটি প্রজন্মকে সঠিক ভাবে আইন সম্পর্কে ধারণা দিতে পারলে ভবিষ্যতে অপরাধ দমনে আমাদের কাজ অনেক টাই সহজ হয়ে যাবে । এইসব সুবিধাবঞ্চিতশিশু দের সঠিকভাবে গড়ে তোলাটা  খুবই প্রয়োজন । সমাজের মূুল থেকে অপরাধী দূর করার এটি একটি চমৎকার পদ্ধতি হতে পারে ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *