ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে যানচলাচল শুরু

Slider গ্রাম বাংলা জাতীয় টপ নিউজ নারী ও শিশু বাংলার মুখোমুখি সারাদেশ

Gazipur_
ষ্টাফ করেসপনডেন্ট
গ্রাম বাংলা নিউজ২৪.কম
টঙ্গী: টঙ্গীতে গাড়ি চাপায় স্কুল ছাত্রী নিহত হওয়ার খবরকে কেন্দ্র করে বিক্ষুব্ধ ছাত্ররা ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক দুই ঘন্টা অবরোধ করে। বেলা সোয়া ২টায় ওই রুটে যানবাহন চলাচল শুরু হয়।

স্থানীয় সূত্র জানায়, মঙ্গলবার বেলা সোয়া ১২টা থেকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের টঙ্গীকে শত শত শিক্ষার্থী মহাসড়ক অবরোধ করে। এরপূর্বে বেলা ১২টার দিকে রাস্তা পারাপারের সময় টঙ্গী সফিউদ্দির সরকার কিন্ডাগার্টেনের এক ছাত্রী গাড়ি চাপায় নিহত হয়। এতে বিক্ষুব্ধ শিক্ষার্থীরা মহসড়ক অবরোধ করে। এসময় তারা ঘাতক গাড়ি সন্দেহে একটি কাভার্ডভ্যান ও একটি পিকআপে আগুন ধরিয়ে দেয়। তবে নিহতের পরিচয় ও অবস্থান কেউ জানাতে পারেনি। পুলিশ বলছে, নিহতের সংবাদ শুনেছি। বিস্তারিত পাচ্ছি না।

সূত্র জানায়, ওই ঘটনাকে কেন্দ্র করে শিক্ষার্থীরা মহাসড়ক অবরোধ করে গাড়ি ভাংচূরের চেষ্টা করলে পুলিশ বাঁধা দেয়। এসময় শিক্ষার্থীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ হয়। প্রায় দুই ঘন্টায় বেশ কিছু গাড়ি ভাংচূর হয়েছে। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রনের জন্য কয়েক রাউন্ড ফাঁকা গুলিও ছুঁড়েছে।

টঙ্গী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) ইসমাইল হোসেন জানান, মহাসড়কে যানবাহন চলাচল শুরু হয়েছে। নিহতের বিষয়টি এখনো স্পষ্ট নয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *