মহান স্বাধীনতা দিবস উপলক্ষে শনিবার সকালে রাজধানীর রাজারবাগ পুলিশ লাইনে মুক্তিযুদ্ধে শহীদ পুলিশ সদস্যদের প্রতি শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘আমরা অনেক বড় বড় ঘটনার রহস্য বের করেছি। এটিরও রহস্য উদ্ঘাটন হবে। হয়তো একটু সময় লাগছে।’
তিনি বলেন, ‘ঘটনা যেখানে ঘটেছে সেখানে পুলিশ ও গোয়েন্দারা কাজ করছে। বিষয়টি তদন্তাধীন, আগাম মন্তব্য করা ঠিক হবে না।’
গত সোমবার কুমিল্লা সেনানিবাসের ভেতরে একটি কালভার্টের পাশ থেকে কুমিল্লা ভিক্টোরিয়া বিশ্ববিদ্যালয় কলেজের শিক্ষার্থী ও থিয়েটারকর্মী সোহাগী জাহান তনুর (২০) মরদেহ উদ্ধার করা হয়। তার বাবা ইয়ার হোসেন ময়নামতি ক্যান্টনমেন্ট বোর্ডের অফিস সহকারী। সে সুবাদে তনুরা অনেকদিন ধরেই সেনানিবাস এলাকায় বসবাস করছেন।
ঘটনার দিন সন্ধ্যায় প্রাইভেট পড়া থেকে না ফেরায় খোঁজাখুঁজির একপর্যায়ে রাত সাড়ে ১০টার দিকে তনুর মৃতদেহ পাওয়া যায়।
তনুকে ধর্ষণ ও হত্যার ঘটনায় প্রতিবাদমুখর হয়ে উঠেছে পুরো দেশ। হত্যাকারীদের বিচারের মুখোমুখি করে সর্বোচ্চ শাস্তির দাবিতে দেশজুড়ে প্রতিবাদ চলছে।