আ.লীগ-বিদ্রোহী নির্বাচনী সংঘর্ষে আহত ৩

Slider রাজনীতি

 

 

 

2016_03_09_09_36_49_jT4b7oKq5SXVSPAgNTWySNK3tGkNpX_original

 

 

 

 

 

দিনাজপুর : কাহারোলে ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামী লীগ ও স্বতন্ত্র প্রার্থীর (আ.লীগ বিদ্রোহী) সমর্থকদের সংঘর্ষে দু’পক্ষের ৩ জন আহত হয়েছে। ভাঙচুর করা হয়েছে ৩টি নির্বাচনী ক্যাম্প।

বৃহস্পতিবার রাত ৯টার দিকে দিনাজপুরের কাহারোল উপজেলার রামচন্দ্র ইউনিয়নের শ্মশান ঘাট এলাকায় সংঘর্ষের সূত্রপাত হয়। আহতদের মধ্যে আসিফ রেজা রুবেল ও রওনক রহমান কাহারোল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং সুব্রত রায় দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি রয়েছেন।

আহতরা হলেন-কাহারোলে উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মো. আসিফ রেজা রুবেল (৩৮), আওয়ামী লীগ মনোনিত চেয়ারম্যান প্রার্থী মো. আতাউর রহমান বাবুলের ছেলে রওনক রহমান (২৮), স্বতন্ত্র প্রার্থী ( আওয়ামী লীগ বিদ্রোহী) মুনিরাম রায়ের সর্মথক ইশ্বানপুর গ্রামের সুব্রত রায় (৪৫)।

এলাকাবাসী ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, উপজেলার রামচন্দ্রপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বী প্রার্থী মো. আতাউর রহমান বাবুল এবং স্বতন্ত্র প্রার্থী আওয়ামী লীগের বিদ্রোহী আনারস প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বী প্রার্থী মুনিরাম রায়ের সমর্থকরা বৃহস্পতিবার রাতে শ্মশান ঘাট এলাকায় প্রচারণা চালানোর সময় পরস্পরকে ভুয়া এবং নব্য আওয়ামী লীগ বলে দাবি করে। এ নিয়ে উভয়পক্ষের সংঘর্ষে বেধে যায়। সংঘর্ষে দুপক্ষের ৩ জন আহত হন।

এ সময় আওয়ামী লীগ নেতাকর্মীরা ঐক্যবদ্ধ হয়ে ভেন্টাবাড়ী, মুটুনী এবং তেলেঙ্গী পাড়া এলাকায় আনারস প্রতীকের তিনটি  নির্বাচনী ক্যাম্প ভাঙচুর করে। ছিঁড়ে ফেলা হয় নির্বাচনী পোস্টার। রাত ১২টায় পুলিশের হস্তক্ষেপে পরিস্থিতি শান্ত হয়।

কাহারোল থানার ওসি মো. মনসুর রহমান তিনজন আহত হওয়ার সত্যতা নিশ্চিত করে জানান, এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি যেন না হয় সে ব্যাপারে পুলিশ সজাগ রয়েছে। এ ব্যাপারে এখন পর্যন্ত কোনো পক্ষেই মামলা দায়ের করেনি এবং কেউ আটক নেই। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে। আহতদের স্থানীয় এমপি মনোরঞ্জনশীল গোপাল দেখতে যায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *