ঢাকা: মুক্তিযুদ্ধ প্রায় শেষের পথে। সব রাজাকার পালিয়েছে। আত্মসমর্পণ করেছেন পাকিস্তানী সৈন্যরা। ডিসেম্বর মাসের শুরু তখন। মধুপুর শহরে তুমুল যুদ্ধ হয়েছে রাজাকার-আর্মিদের সাথে মুক্তিযোদ্ধাদের। পাকিস্তানিরা পরাজিত হয়ে পালিয়ে গেছে। সকালে ঘুম থেকে উঠেই কাউখালি গ্রামের বধু প্রভার কাছে এই ঘটনা মধুর মতো মনে হয়। সে অপেক্ষা করে তার স্বামী মুক্তিযোদ্ধা আফরান নিশো ফেরার।
কিন্তু সে ফেরেনা। তার ঘরে আসে এক মধ্যবয়স্ক লোক। আদতে সে রাজাকার। রক্তাত্ব অবস্থায় তাকে পেয়ে আশ্রয় দেয় প্রভা। নিশো ফেরে ঘরে। অসুস্থ রাজাকার তারিক আনাম নিশোর কাছে ক্ষমা চায় তার কৃতকর্মের জন্য। প্রভার অনুরোধে ক্ষমাও করে দেয় নিশো। কিন্তু তারপর? দেখা মেলে এক বিশ্বাসঘাতকের।
২৬ মার্চ স্বাধীনতা দিবস উপলক্ষে আরটিভিতে প্রচারিত হবে বিশেষ নাটক ‘বিশ্বাসঘাতক’। মেজবাহ উদ্দীন সুমনের রচনা ও হাবিব মাসুদের পরিচালায় নাটকে অভিনয করেছেন, তারিক আনাম খান, আফরান নিশো, প্রভা প্রমূখ।