ঢাকা: ব্রাসেলস হামলার মূল হোতাদের একজন গতবছর তুরস্ক থেকে বেলজিয়াম গিয়েছিলেন। ওই জঙ্গি সম্পর্কে দেশটিকে আগেই সতর্ক করেছিল তুরস্ক। কিন্তু তাদের সেই সতর্কবাণী কানে তোলেনি বেলজিয়াম। বুধবার তুর্কি প্রেসিডেন্ট রেসেপ তায়েপ এরদোয়ান এ কথা জানিয়েছেন। সূত্র রয়টার্স।
এরদোয়ানের কার্যালয় থেকে ওই হামলাকারীকে ইব্রাহিম এল বাকরাউয়ি (২৯) বলে সনাক্ত করা হয়েছে। ইব্রাহিম আর তার ভাই খালিদ আল বকরাউয়ি (২৭) মিলে ব্রাসেলসের আন্তর্জাতিক বিমানবন্দরে আত্মঘাতী হামলা চালিয়েছিলেন। মঙ্গলবারের ওই হামলায় ৩১ জন নিহত ও আরো আড়াইশ জন আহত হয়েছে। আহতদের মধ্যে বেশ কয়েকজনের অবস্থা গুরুতর।