আ.লীগ পেয়েছে ৩৩%, বিএনপি ১০% ভোট

Slider রাজনীতি

2015_12_31_02_51_11_JB2b0sTz4HBJBcK2O3QAH8oRPUutou_original

 

 

 

 

ঢাকা : দলীয় প্রতীকে ইউনিয়ন পরিষদের প্রথম ধাপে চেয়ারম্যান পদে প্রায় ৭৪ শতাংশ ভোট পড়েছে। এর মধ্যে ক্ষমতাসীন আওয়ামী লীগ নৌকা প্রতীক নিয়ে ৩৩ শতাংশ, স্বতন্ত্র প্রার্থীরা পেয়েছে ১৪ শতাংশ। আর তৃতীয় অবস্থানে থাকা ধানের শীষ নিয়ে বিএনপি পেয়েছে ১০ শতাংশ ভোট।

মঙ্গলবার ভোট হওয়া সাড়ে ছয়শ চেয়ারম্যান পদের মধ্যে পাঁচশ ইউপির ফল পর্যালোচনা করে এ তথ্য পাওয়া গেছে। ৭১২ ইউপিতে মঙ্গলবার ভোট হয়েছে। এর মধ্যে চেয়ারম্যান পদে বিনাপ্রতিদ্বন্দ্বিতায় ৫৪ জন আওয়ামী লীগ প্রার্থী আগেই নির্বাচিত হয়েছেন। বাকি ৬৫৮ ইউপিতে চেয়ারম্যান পদে ভোট হয়।

বুধবার ইসির নির্বাচন ব্যবস্থাপনা ও সমন্বয় শাখার কর্মকর্তারা জানান, ৫০২টি ইউপির মধ্যে ৭৩ দশমিক ৮২ শতাংশ ভোট পড়েছে। এসব ইউপিতে মোট ভোটার আছে ৮১ লাখ ২৯ হাজার ৯ জন, এর মধ্যে ভোট পড়েছে ৬০ লাখ ৮২৬টি। বাতিল ভোটের সংখ্যা ১ লাখ ৬ হাজার ৪৬৫টি।

উপ-সচিব পর্যায়ের একজন কর্মকর্তা বলেন, ‘সব ইউপির তথ্য পেলেও মোট ভোট পড়ার হার ৭৪ শতাংশ বা তার সামান্য কম-বেশি হওয়ার সম্ভাবনা আছে।’

ইসি কর্মকর্তারা জানান, ৪৮৭ ইউপিতে আওয়ামী লীগ পেয়েছে ৩৪ লাখ ৭ হাজার ৬১৯ ভোট, যা মোট ভোটের ৩২ দশমিক ৫৪ শতাংশ। এর মধ্যে নৌকা প্রতীক জয় পেয়েছে ৩৬৭টিতে। বিএনপি পেয়েছে ৯ দশমিক ৮৮ শতাংশ, ভোটারের হিসাবে তা ১০ লাখ ৩৫ হাজার ৬৪। এরমধ্যে ধানের শীষ প্রতীক পেয়েছে ৩২টি ইউপিতে জয়।

এসব ইউপিতে স্বতন্ত্র প্রার্থী বিজয়ী হয়েছে ৭৪ জন। স্বতন্ত্র প্রার্থীরা ভোট পেয়েছে ১৪ লাখ ৪৪ হাজার ৭৮১টি। যা মোট ভোটারের ১৩ দশমিক ৮২ শতাংশ। লাঙ্গল প্রতীক নিয়ে জাতীয় পার্টি পেয়েছে মাত্র দশমিক ৬২ শতাংশ ভোট। এদিকে ১৪টি দল অংশ নিলেও জাতীয় পার্টি-জেপি, জাসদ, ইসলামী আন্দোলন বাংলাদেশ প্রার্থীরাও জয় পেয়েছে।

নির্বাচন সমন্বয় শাখার একজন কর্মকর্তা জানান, অধিকাংশ ইউপির চেয়ারম্যান পদের প্রাথমিক ফলাফলের তথ্যে প্রায় ৬০ শতাংশ ভোট পড়ার তথ্য পাওয়া গেছে। এ ব্যাপারে আনুষ্ঠানিকভাবে বিকেলে বিস্তারিত জানানো হতে পারে বলেও ওই কর্মকর্তা জানান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *