ঢাকা: বিএনপির ষষ্ঠ জাতীয় কাউন্সিলে যোগ দিতে আসা চার বিদেশি ডেলিগেট সাক্ষাৎ করেছেন দলটির চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গে।
রোববার (২০ মার্চ) বিকেলে গুলশানে তার বাসভবন ‘ফিরোজায়’ সাক্ষাৎ করেন তারা।
ডেলিগেট দলে ছিলেন ব্রিটিশ পার্লামেন্টের স্বতন্ত্র সংসদ সদস্য সায়মন ডেনচুক, লিবারেল ডেমোক্রেটিক পার্টির আন্তর্জাতিক বিষয়ক স্ট্যান্ডিং কমিটির সদস্য ও সাবেক ইউরোপীয় ইউনিয়নের পার্লামেন্টের সদস্য ফিল বেনিয়ন, যুক্তরাষ্ট্রের ক্ষমতাসীন ডেমোক্রেটিক পার্টির নেতা বারবারা ম্যুর ও শিকাগো সিটির কাউন্সিলর অল্ডারম্যান জো ম্যুর।
বিএনপি নেতাদের মধ্যে উপস্থিত ছিলেন দলের ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, চেয়ারপারসনের উপদেষ্টা আমির খসরু মাহমুদ চৌধুরী, রিয়াজ রহমান ও কাউন্সিলের জন্য গঠিত আন্তর্জাতিক বিষয়ক উপ কমিটির আহ্বায়ক সাংবাদিক শফিক রেহমান।
বৈঠক সূত্রে জানা গেছে, বিএনপির আমন্ত্রণে সাড়া দিয়ে ষষ্ঠ জাতীয় কাউন্সিলে যোগ দেওয়া চার বিদেশি ডেলিগেটকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান খালেদা জিয়া।
অন্যদিকে আমন্ত্রণ জানিয়ে সম্মান দেখানোয় খালেদা জিয়াকেও ধন্যবাদ জানান চার বিদেশি ডেলিগেট।