ব্যাংলাদেশ ব্যাংক থেকে রিজার্ভ চুরির ঘটনায় যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সংস্থা এফবিআই বাংলাদেশ পুলিশের গোয়েন্দা বিভাগ সিআইডির সঙ্গে বৈঠক করছেন।
রোববার দুপুরে রাজধানীর মিন্টু রোডে এ বৈঠক শুরু হয়।
ফিলিপাইনের ডেইলি ইনকোয়েরারে গত ২৯ ফেব্রুয়ারি প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়, সে দেশে ১০ কোটি ডলার পাচার হয়েছে। এ অর্থ বাংলাদেশের কোনো আর্থিক প্রতিষ্ঠানের হতে পারে বলে উল্লেখ করা হয়। এরপর ৭ মার্চ সমকালে এ বিষয়ে প্রকাশিত সংবাদে জানা যায়, বাংলাদেশ ব্যাংক থেকে ৮ কোটি ১০ লাখ ডলার চুরি করে হ্যাকাররা ফিলিপাইনে স্থানান্তর করে।
পরে এ ঘটনার তদন্ত শুরু করে সিআইডি। ইতোমধ্যে তারা বেশ কিছু আলামত সংগ্রহ করেছে। এরপর এ ঘটনার তদন্তে সহযোগিতার জন্য সিআইডিকে জানায় সঙ্গে যোগাযোগ করেছে মার্কিন যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় তদন্ত সংস্থা এফবিআই। এরই মধ্যে যুক্তরাষ্ট্র থেকে এফবিআইর একটি দল অর্থ চুরির ঘটনা তদন্ত করতে ফিলিপাইন গেছে। তারই ধারাবাহিকতা আজকের বৈঠক।