গ্রাম বাংলা ডেস্ক: একনায়কতন্ত্র ও একদলীয় শাসন প্রতিষ্ঠা করার জন্যই সম্প্রচার নীতিমালা করা হয়েছে এবং বিচারপতিদের অপসারণ ক্ষমতা সংসদের হাতে দেয়া হচ্ছে বলে মন্তব্য করেছেন বিএনপি’র ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
আজ সোমবার স্বেচ্ছাসেবক দলের ৩৪তম প্রতিষ্ঠাবাষির্কী উপলক্ষে বিএনপি’র প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের মাজারে শ্রদ্ধা নিবেদন শেষে তিনি সাংবাদিকদের এ কথা বলেন।
ফখরুল বলেন, জনগণকে বিভ্রান্ত করতে আওয়ামী লীগ বরাবরই জঙ্গিবাদ ও সন্ত্রাসবাদের ভাঙা রেকর্ড বাজিয়ে চলেছে। বিএনপিকে নির্মূল করতেই এসব অপপ্রচার চালানো হচ্ছে।
বিএনপি আন্তর্জাতিক সন্ত্রাসীদের একটি সহযোগী সংগঠন সৈয়দ আশরাফের এমন বক্তব্যের জবাবে ফখরুল বলেন, বএনপি একটি গণতান্ত্রিক দল। বেগম খালেদা জিয়া একজন মুক্তিযোদ্ধার স্ত্রী। বিএনপিতে কোনো মৌলবাদের অবস্থান নেই। বরং যারাই মৌলবাদের সঙ্গে সম্পৃক্ত হতে চেয়েছিল খালেদা জিয়া তাদের গ্রেফতার করে নিয়ন্ত্রণ করেছেন।