আশুলিয়ায় সড়ক দুর্ঘটনায় নিহত ২

Slider জাতীয়

Road_Accident_9_294628232

 

 

 

 

 

আশুলিয়া (ঢাকা): সাভারের আশুলিয়ায় পিকঅ‍াপ ভ্যান ও যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষে ২ জন নিহত ও অন্তত ১০ জন আহত হয়েছেন।

শনিবার (১৯ মার্চ) দুপুরে বাইপাইল-আব্দুল্লাহপুর মহাসড়কের আশুলিয়ার মরাগাং এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- রেজাউল করিম (৪০) ও জাকির হোসেন (৩৪)। নিহত দু’জনের বাড়ি মানিকগঞ্জ সদর উপজেলার গড়পাড়া গ্রামে।

পুলিশ সূত্রে জানা যায়,  দুপুরে রাজধানীর মিরপুর থেকে পিকআপ ভ্যানে চড়ে আশুলিয়ায় উদ্দেশে রওনা দেন একটি কোম্পানির দু’জন কর্মচারী। পিকআপ ভ্যানটি বাইপাইল-আব্দুল্লাপুর মহাসড়কের মরাগাং এলাকায় পৌছালে বিপরীত দিক থেকে আসা যাত্রীবাহী একটি বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এসময় পিকআপে থাকা দু’জন রাস্তায় পড়ে গেলে ঘটনাস্থলেই তারা মারা যান।

এ সময় যাত্রীবাহী বাসের অন্তত ১০জন যাত্রী আহত হন। খবর পেয়ে আশুলিয়া থানা পুলিশ ঘটনা স্থলে পৌছে নিহত দু’জনের মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়।

বিষয়টি জানান আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহসিনুল কাদির।

আশুলিয়া থানায় একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলেও জানান তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *