বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের স্পিনার আরাফাত সানির বোলিং অ্যাকশন অবৈধ প্রমাণিত হওয়ায় তাকে সাময়িক নিষিদ্ধ করেছে আন্তর্জাতিক ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা আইসিসি
শনিবার বাংলাদেশ ক্রিকেট দলের একটি সূত্র এ তথ্য নিশ্চিত করেছে।
ভারতে চলমান টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রথম রাউন্ডের খেলা চলাকালে বাঁহাতি স্পিনার আরাফাত সানি ও পেসার তাসকিন আহমেদের বোলিং অ্যাকশন নিয়ে সন্দেহ পোষণ করেন আম্পায়াররা। পরে তারা বিষয়টি নিয়ে আনুষ্ঠানিক অভিযোগ দিলে আইসিসির পক্ষ থেকে সানি ও তাসকিনকে বোলিং অ্যাকশনের পরীক্ষা দিতে বলা হয়।
এরই ধারাবাহিকতা প্রথমে সানি এবং পরে তাসকিন চেন্নাইয়ে বোলিং অ্যাকশনের পরীক্ষা দেয়।
সানির বিষয়ে আইসিসি তাদের সিদ্ধান্ত জানালেও তাসকিনের বিষয়ে এখনও কিছু জানায়নি।