ঢাকা: টি-টোয়েন্টি বিশ্বকাপে লাসিথ মালিঙ্গার পরিবর্তে লেগস্পিনার জেফরি ভ্যানডারসেকে দলে নিয়েছে শ্রীলঙ্কা। বেশকিছু দিন ধরেই হাঁটুর ইনজুরিতে ভোগা মালিঙ্গা বিশ্বমঞ্চ থেকে গতকাল (শুক্রবার) নিজেকে প্রত্যাহার করে নেন ।
ভ্যানডারসের দলে আসাতে লঙ্কানদের স্পিন শক্তি আরও বাড়লো। তিনি ছাড়াও দলে রয়েছে অভিজ্ঞ রঙ্গনা হেরাথ ও সাচিত্রে সেনানায়েক। তবে মালিঙ্গা চলে যাওয়ায় তিনজন বিশেষ পেসার বাকি রইল দলটিতে। তারা হলেন দুশমান্থা চামিরা, নুয়ান কুলাসেকেরা ও সুরাঙ্গা লাকমাল।
গত বছরের জুলাইয়ে পাকিস্তানের বিপক্ষে টি-২০তে অভিষেক হয় ভ্যানডারসের। এই ফরম্যাটে এখন পর্যন্ত চার ম্যাচে একটি উইকেট পেয়েছেন তিনি। সদ্য শেষ হওয়া এশিয়া কাপেও তিনি দলের সঙ্গে ছিলেন। তবে কোন ম্যাচে তাকে নামানো হয়নি।