বিএনপির কাউন্সিল উদ্বোধন করলেন খালেদা জিয়া

Slider রাজনীতি
bnp-logo_200516
বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ষষ্ঠ জাতীয় কাউন্সিলের উদ্বোধন করেছেন দলের চেয়ারপারসন খালেদা জিয়া।

শনিবার সকালে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটশনে জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে কাউন্সিলের উদ্বোধন করেন তিনি।

ছয় বছর পর বিএনপির কাউন্সিলকে ঘিরে দলের নেতাকর্মীদের মাঝে ব্যাপক উৎসাহ উদ্দীপনা লক্ষ্য করা যাচ্ছে। এ উপলক্ষে সকাল থেকেই রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন চত্বরে উৎসবমুখর পরিবেশে জড়ো হন নেতা-কর্মীরা।

কাউন্সিলের প্রথম অধিবেশন শেষে দুপুর ২টায় শুরু হবে দ্বিতীয় পর্যায়ের রুদ্ধদ্বার অধিবেশন। কাউন্সিলররা আসন গ্রহণ করে এ রুদ্ধদ্বার অনুষ্ঠানে অংশ নেবেন। বিভিন্ন কক্ষে একাধিক প্রজেক্টর ও সাউন্ড সিস্টেমের মাধ্যমে কাউন্সিলররা কার্যক্রমে অংশ নেবেন। এ অধিবেশনে চেয়ারপারসন ও সিনিয়র ভাইস চেয়ারম্যান নির্বাচন অনুমোদন হবে। এরপর খালেদা জিয়া বক্তব্য রাখবেন। পরে মহাসচিবসহ আংশিক কমিটি ঘোষণা হতে পারে।

জানা গেছে, দ্বিতীয় অধিবেশনে স্থায়ী কমিটির সদস্য ড. মোশাররফ হোসেন, ব্যারিস্টার মওদুদ আহমদ, তরিকুল ইসলাম, গয়েশ্বর চন্দ্র রায়, যুগ্ম মহাসচিব মোহাম্মদ শাজাহান ও রুহুল কবির রিজভী বক্তব্য দেবেন। এ ছাড়া ১০ জন কাউন্সিলর বক্তব্য দেবেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *