মোস্তফা কামাল/ মোঃ জাকারিয়া
স্টাফ করেসপন্ডেন্ট
গ্রাম বাংলা নিউজ২৪.কম
গাজীপুর অফিস: বাংলাদেশের ১১তম গাজীপুর সিটিকর্পোরেশন ২০১৪-২০১৫ অর্থ বছরে ১হাজার ৮০ কোটি ২২লাখ ১১হাজার ৪৯১ টাকার বাজেট ঘোষনা করেছে। এটি দ্বিতীয় বাজেট। মেয়র অজ্ঞান হওযায় বাজেট ঘোষনা অনুষ্ঠান ২৫মিনিট মুলিতবি ছিলো।
সোমবার বেলা ১টা থেকে আড়াইটা পর্যন্ত গাজীপুর সিটিকর্পোরশেনের তৃতীয় তলার হলরুমে মেয়র অধ্যাপক এম এ মান্নান এক অনাঢ়ম্বর অনুষ্ঠানে ওই বাজেট ঘোষণা করেন। বাজেট ঘোষনার সময় মেয়র অজ্ঞান হয়ে পড়ায় ২৫ মিনিট অনুষ্ঠত মূলতবী হয়।
বাজেট বক্তব্য শুরুর পূর্বে কাউন্সিলরদের একাংশ আসন ও আমন্ত্রনপত্র না পাওয়ার অভিযোগে হলরুম ত্যাগ করেন। বেশ কিছুক্ষন যাওয়ার পর সাড়ে ১২টায় মেয়র আসন থেকে উঠে গিয়ে কাউন্সিলরদের বুঝিয়ে শুনিয়ে হলরুমে নিয়ে আসলে পুনরায় বাজেট বক্তৃতা শুরু হয়। বেলা ১টায় মেয়র মঞ্চে দাঁড়িয়ে বাজেট বক্তব্য শুরু করার পর ১টা ২০ মিনিটে তিনি হঠাৎ অজ্ঞান হয়ে যান। ডাক্তার এসে প্রাথমিক চিকিৎসা দেয়ার পর বেলা ১টা ৪৫ মিনিটে চেয়ারে বসে মেয়র অসমাপ্ত বক্তব্য দেন।
বাজেট ঘোষনা অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন, গাজীপুর সিটিকর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা সুলতান মাহমুদ, সচিব আমিনুল ইসলাম। এসময় আরো উপস্থিত ছিলেন সিটিকর্পোরেশনের তত্ত্বাবধায়ক প্রকৌশলী আকবর হোসেন, সকল আঞ্চলিক জোনের নির্বাহী কর্মকর্তাগণ, মেয়রের একান্ত সচিব ও সহকারী প্রকৌশলী মজিবুর রহমান কাজল, অর্থ ও সংস্থাপন সংক্রান্ত স্থায়ী কমিটির সভাপতি কাউন্সিলর সব্দে আলী সহ সকল কাউন্সিলরবৃন্ধ।
বাজেট বক্তব্যে মেয়র বলেন, ২০১৪-২০১৫ অর্থ বছরে প্রস্তাবিত মোট আয় ধরা হয়েছে ১ হাজার ৮০ কোটি ২২ লাখ ১১হাজার ৪৯১ টাকা। সর্বমোট ব্যায় হবে ১ হাজার ৬৮ কোটি ৭৪লাখ ৯৭ হাজার ৫৯৬ টাকা। উদ্বৃত্ত বাজেট রাখা হয়েছে ১১কোটি ৪৭ লাখ ১৩ হাজার ৮৯৫ টাকা।
প্রশ্নোত্তর পর্বে বক্তব্য রাখেন, গাজীপুর প্রেস ক্লাবের সভাপতি চ্যানেল আইয়ের ফজলুল হক মোড়ল, সাধারণ সম্পাদক বাংলানিউজের এ কে এম রিপন আনসারী, সাবেক সভাপতি একাত্তর টিভির ইকবাল আহমেদ সরকার, দিনকালের দেলোয়ার হোসেন।
প্রসঙ্গত: ২০১৩ সালের ১৩ জানুয়ারী গাজীপুর সিটিকর্পোরেশন ঘোষনা হয়। ৬জুলাই নির্বাচন হয়। ২০১৩ সালের ১১ আগস্ট প্রধানমন্ত্রী নির্বাচিত জনপ্রতিনিধিদের শপথ বাক্য পাঠ করান। ১৮ আগস্ট তারা (জনপ্রতিনিধি) দায়িত্বভার গ্রহন করেন। ২০১৪ সালের ৪জুন সিটিকর্পোরেশনের অর্থ ও সংস্থাপন সংক্রান্ত স্থায়ী কমিটি প্রাক্কলিত বাজেট সুপারিশ আকারে উপস্থাপন করেন। ৮জুলাই গাজীপুর সিটিকর্পোরেশনের মাসিক সভায় বাজেট অনুমোদিত হয়। গাজীপুর সিটিকর্পোরেশনের প্রথম নির্বাচনে নির্বাচিত জনপ্রতিনিধিদের দায়িত্ব গ্রহনের বর্ষপূর্তিতে ১৮ আগস্ট সোমবার দ্বিতীয় বাজেট ঘোষণা করা হল।