শারমিন সরকার
ব্যুারো চীফ
শ্রীপুর অফিস: রোটারী ক্লাব অফ উত্তরা এবং রোটারি ক্লাব অফ ঢাকা যৌথ উদ্যোগে গাজীপুরের কাপাসিয়ার লোহদী উচ্চ বিদ্যালয়, বেলাশী প্রগতি একাডেমি ও লোহাদী দারুল উলুম সিনিয়র মাদ্রাসায় গত ১৭ আগষ্ট রবিবার দিনব্যাপি বৃক্ষরোপন করেছে আর সি সি জলপাইতলা।
এ সময় উপস্থিত ছিলেন রোটারী ক্লাব অফ উত্তরার ভাইস প্রেসিডেন্ট রোটারীয়ান মো: আফজাল হোসেন, রোটারী ক্লাব অফ ঢাকা’র প্রেসিডেন্ট রোটারীয়ান শাহেদ ছিদ্দিক, রোটারী ক্লাব অফ উত্তরার প্রেসিডেন্ট ইলেক্ট ২০১৫-২০১৬, রোটারিয়ান সালমা আহমেদ, ফাস্ট প্রেসিডেন্ট রোটারিয়ান ডা: এ এইচ এম জাহিদুল ইসলাম রুমেল, ফাস্ট প্রেসিডেন্ট রোটারিয়ান শোয়েব আহমেদ, রোটারীয়ান রন্জন নিয়োগী, রোটারিয়ান এন্ড আর সি সি জলপাইতলার কো-অর্ডিনেটর মামুন সিরাজুল আলম, আর সি সি জলপাইতলার সভাপতি আজিজুল হক আরজু, লোহদী উচ্চ বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি এড. আসাদুজ্জামান আকন্দ, ম্যানেজিং কমিটির সদস্য আবুল কাশেম, প্রধান শিক্ষক আলমগীর হোসেন আদিল, সহকারি প্রধান শিক্ষক বাহারুল ইসলাম, সহকারি শিক্ষক শাহ আলম মিলন, মতিউর রহমান, বেলাশী প্রগতি একাডেমির পরিচালক মনজুরুল হক, লোহাদী দারুল উলুম সিনিয়র মাদ্রাসার প্রভাষক শফিকুল ইসলাম বাবুল, প্রভাষক মনির হোসেন, রোটারেক্ট ক্লাব এর সভাপতি আনিসুর রহমান (২০১৪-২০১৫), সভাপতি ফকরুল ইসলাম রিফাত ( ২০১৫-২০১৬) , সাবেক সভাপতি আব্দুর রউফ সরকার ও সদস্য মীর মশিউর রহমান নাদিম প্রমূখ।
রোটারী ক্লাব অফ উত্তরা ১৯৯১ সাল থেকে কমিউনিটি স্কুল, চিকিৎসা সেবা, প্রসূতি সেবা, সেনিটেশন, বৃক্ষায়ণ সহ দেশের হত দরিদ্র মানুষকে নগদ টাকা বিতরণ অব্যাহত রেখেছেন। অনুষ্ঠানে কর্মকর্তারা আম, কামরাঙ্গা, আকাশী, র্কষ্ণচূড়া, পেয়ারা, আতাফল, বকুলফুল, চালতা, লেবু, শরুফা, তেতুল, করম’জা সহ বিভিন্ন রকমারি চারা রোপণ করেছেন। পরে দোয়া ও মিলাদ মাহফিল হয়েছে।