ঢাকা: শুরুটা ভালো হয়নি। পাকিস্তানের সঙ্গে ৫৫ রানের হার। সুপার টেন পর্বে ঘুড়ে দাঁড়াতে জয়ের কোন বিকল্প নেই বাংলাদেশের সামনে। টি২০ বিশ্বকাপে নিজেদের দ্বিতীয় ম্যাচ খেলতে বৃহস্পতিবার কলকাতা থেকে বেঙ্গালুরুতে পৌঁছেছে মাশরাফি বাহিনী।
বৃহস্পতিবার স্থানীয় সময় সকাল সাড়ে ১০টায় কলকাতা ছাড়ে টাইগাররা। এয়ার ইন্ডিয়ার ফ্লাইটে কলকাতা থেকে দুপুর একটার দিকে বেঙ্গালুরু পৌছায় সাকিব-তামিমরা। আজ কোন অনুশীলন করবে না টাইগাররা।
আগামী ২১ মার্চ সুপার টেন পর্বে গ্রুপ টুয়ে নিজেদের দ্বিতীয় ম্যাচে বেঙ্গালুরুর চিন্নাস্বামী স্টেডিয়ামে মাঠে নামবে টাইগাররা। সেখানে তাদের প্রতিপক্ষ শক্তিশালী অস্ট্রেলিয়া। এর দুইদিন পর অর্থাৎ, ২৩ মার্চ একই ভেন্যুতে স্বাগতিক ভারতের মোকাবেলা করবে বাংলাদেশ। গ্রুপের শেষ ম্যাচে ২৬ মার্চ কলকাতার ইডেন গার্ডেনে নিউজিল্যান্ডের বিপক্ষে মাঠে নামবে মাশরাফি বাহিনী।