ঢাকা : আগামী ১৯ মার্চ ইডেন গার্ডেনে হচ্ছে পাকিস্তান ও ভারতের ম্যাচ। আর সেই ম্যাচ শুরু হওয়ার আগে জাতীয় সঙ্গীত গাইতে শোনা যাবে বিগ বি খ্যাত বলিউড স্টার অমিতাভ বচ্চন। সোশাল সাইট টুইটারে এ বিষয়ে নিজেই জানিয়েছেন অমিতভ।
সিএবি সভাপতি সৌরভ গাঙ্গুলি নিজে এ বিষয়ে দায়িত্ব নিয়েছিলেন বলে সিএবির পক্ষ থেকে জানানো হয়েছে। অন্যদিকে ভারত-পাক ম্যাচের আগে পাকিস্তানের জাতীয় সঙ্গীত গাইবেন সে দেশের সুফি গায়ক সফকত আমানত আলী। যা নিয়ে ইতিমধ্যেই দর্শকদের মধ্যে উত্তেজনা ছড়িয়েছে।
এদিকে নিরাপত্তার কারণ দেখিয়ে প্রথমে ধর্মশালা থেকে সরিয়ে দেয়া হয় পাক-ভারত ম্যাচ। ভারত সরকার লিখিতভাবে নিরাপত্তার আশ্বাস না দিলে, কিছুতেই ম্যাচ হবে না বলে জানানো হয়েছিল। কিন্তু ভারতের পক্ষ থেকে এ বিষয়ে লিখিত নিরাপত্তার আশ্বাস না দিলেও, পাক দলের নিরাপত্তার বিষয়ে সমস্ত আশ্বাস দেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং। পাশপাশি সিএবির পক্ষ থেকেও এ বিষয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যপাধ্যায়ের সঙ্গে কথা বলা হয়। তারপরই কলকাতায় আসেন আফ্রিদিরা।
তবে কলকাতায় আসার পরপরই বিতর্কে জড়ান পাক অধিনায়ক শহীদ আফ্রিদি। তিনি নাকি বেশি করে ভারত প্রেম দেখাচ্ছেন, ওই অভিযোগে তাকে আইনি নোটিশ পাঠান লাহোরের এক আইনজীবী। যা নিয়ে তুমুল জল্পনা শুরু হয়।